মহম্মদ রফির গান তাঁর গলায় প্রাণ পায়, কাঁচা বাদামকে টেক্কা দিচ্ছে ‘এই’ গান, ভাইরাল ভিডিও

Last Updated:

কাঁচা বাদাম ভুবনের পর এবার মুকারিম! গামলা বাজিয়ে রফির কন্ঠে গান গেয়ে ভাইরাল!

+
সাগরদিঘীর

সাগরদিঘীর বাসিন্দা মুকারিম সেখ গান গাইছেন গামলা বাজিয়ে 

#মুর্শিদাবাদ: বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের ভুবন বাদ্যকর কাঁচা বাদাম বিক্রি করতে করতে সেলিব্রেটি হন। তিনি বাদাম বিক্রি করার সময় যে কাঁচা বাদাম গানটি গাইতেন সেই গানটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হলে ভাইরাল হয়ে রাতারাতি তিনি সেলিব্রিটিতে পরিণত হন।
তবে শুধু ভুবন বাদ্যকর নয়, একইভাবে ভাইরাল হয়ে সেলিব্রিটি হয়ে উঠেছেন নদীয়ার রাণু মন্ডল থেকে পূর্ব বর্ধমানের মিলন কুমার। ঠিক সেইরকমই এবার মুর্শিদাবাদের বিশেষভাবে সক্ষম মুকারিম শেখ গান গেয়ে ভাইরাল।
advertisement
advertisement
মুকারিম শেখ মুর্শিদাবাদের সাগরদিঘী এলাকার ভোলা গ্রামের বাসিন্দা। তিনি অত্যন্ত দরিদ্র অবস্থায় দিন যাপন করছেন। তার পরিস্থিতি এমনই যে নুন আনতে পান্তা ফুরাইয়ের মত অবস্থা। তার বর্তমানে এমন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে যে দুই ছেলে এবং এক মেয়ে থাকলেও তারা কেউ তাকে আর্থিকভাবে কোনো রকম সাহায্য করেন না। এই পরিস্থিতিতে খুবই দুর্বিসহ অবস্থার মধ্য দিয়ে তার দিন কাটছে।
advertisement
তবে এই মানুষটির কন্ঠে রয়েছে রফির স্বর। অবলীলায় তাকে কখনো বাড়ির উঠানে আবার কখনো বারান্দায় বসে মোহাম্মদ রফির বিভিন্ন গান গেয়ে শোনাতে দেখা যাচ্ছে। তার কাছে কোন রকম বাদ্যযন্ত্র না থাকার কারণে বাড়িতে ব্যবহৃত গামলায় তার গানের সঙ্গী। গামলা বাজিয়ে মোহাম্মদ রফির গান গাওয়ার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার পর তিনিও অন্যান্য ভাইরাল শিল্পীদের মত সুযোগের অপেক্ষা করছেন। তবে শারিরীক ভাবে একটি হাত অক্ষম হলেও প্রতিবন্ধকতাকে দুরে সরিয়ে রেখে প্রতিভা বিকাশের অন্বেষণ করেছেন মুকারিম সেখ।
advertisement
Kaushik Adhikary
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
মহম্মদ রফির গান তাঁর গলায় প্রাণ পায়, কাঁচা বাদামকে টেক্কা দিচ্ছে ‘এই’ গান, ভাইরাল ভিডিও
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement