মহম্মদ রফির গান তাঁর গলায় প্রাণ পায়, কাঁচা বাদামকে টেক্কা দিচ্ছে ‘এই’ গান, ভাইরাল ভিডিও
- Published by:Debalina Datta
Last Updated:
কাঁচা বাদাম ভুবনের পর এবার মুকারিম! গামলা বাজিয়ে রফির কন্ঠে গান গেয়ে ভাইরাল!
#মুর্শিদাবাদ: বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের ভুবন বাদ্যকর কাঁচা বাদাম বিক্রি করতে করতে সেলিব্রেটি হন। তিনি বাদাম বিক্রি করার সময় যে কাঁচা বাদাম গানটি গাইতেন সেই গানটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হলে ভাইরাল হয়ে রাতারাতি তিনি সেলিব্রিটিতে পরিণত হন।
তবে শুধু ভুবন বাদ্যকর নয়, একইভাবে ভাইরাল হয়ে সেলিব্রিটি হয়ে উঠেছেন নদীয়ার রাণু মন্ডল থেকে পূর্ব বর্ধমানের মিলন কুমার। ঠিক সেইরকমই এবার মুর্শিদাবাদের বিশেষভাবে সক্ষম মুকারিম শেখ গান গেয়ে ভাইরাল।
আরও পড়ুন - IND vs NZ: এ কী হাল ভারতীয় ড্রেসিংরুমে, একটা এঁঠো স্যান্ডউইচ নিয়ে কামড়াকামড়ি ক্রিকেটারদের
advertisement
advertisement
মুকারিম শেখ মুর্শিদাবাদের সাগরদিঘী এলাকার ভোলা গ্রামের বাসিন্দা। তিনি অত্যন্ত দরিদ্র অবস্থায় দিন যাপন করছেন। তার পরিস্থিতি এমনই যে নুন আনতে পান্তা ফুরাইয়ের মত অবস্থা। তার বর্তমানে এমন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে যে দুই ছেলে এবং এক মেয়ে থাকলেও তারা কেউ তাকে আর্থিকভাবে কোনো রকম সাহায্য করেন না। এই পরিস্থিতিতে খুবই দুর্বিসহ অবস্থার মধ্য দিয়ে তার দিন কাটছে।
advertisement
আরও পড়ুন - Weather Update: নিম্নচাপ ঘনাচ্ছে বঙ্গোপসাগরে, সমতলে হু হু করে কমছে তাপমাত্রা, রইল লেটেস্ট আপডেট
তবে এই মানুষটির কন্ঠে রয়েছে রফির স্বর। অবলীলায় তাকে কখনো বাড়ির উঠানে আবার কখনো বারান্দায় বসে মোহাম্মদ রফির বিভিন্ন গান গেয়ে শোনাতে দেখা যাচ্ছে। তার কাছে কোন রকম বাদ্যযন্ত্র না থাকার কারণে বাড়িতে ব্যবহৃত গামলায় তার গানের সঙ্গী। গামলা বাজিয়ে মোহাম্মদ রফির গান গাওয়ার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার পর তিনিও অন্যান্য ভাইরাল শিল্পীদের মত সুযোগের অপেক্ষা করছেন। তবে শারিরীক ভাবে একটি হাত অক্ষম হলেও প্রতিবন্ধকতাকে দুরে সরিয়ে রেখে প্রতিভা বিকাশের অন্বেষণ করেছেন মুকারিম সেখ।
advertisement
Kaushik Adhikary
Location :
First Published :
November 21, 2022 11:48 AM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
মহম্মদ রফির গান তাঁর গলায় প্রাণ পায়, কাঁচা বাদামকে টেক্কা দিচ্ছে ‘এই’ গান, ভাইরাল ভিডিও