IND vs NZ: এ কী হাল ভারতীয় ড্রেসিংরুমে, একটা এঁঠো স্যান্ডউইচ নিয়ে কামড়াকামড়ি ক্রিকেটারদের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
এই ভাইরাল ভিডিও থেকে পরিষ্কার যে হাসি-ঠাট্টার পাশাপাশি টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের মধ্যে ভালবাসার বন্ধন কতটা মজবুত।
#নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দল দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে আয়োজক নিউজিল্যান্ডকে ৬৫ রানে হারিয়ে দিয়েছে। ব্যাট হাতে একেবারে ধ্বংসাত্মক মুডে ছিলেন সূর্যকুমার যাদব, তাছাড়াও বড় ভূমিকা নিয়েছেন অলরাউন্ডার দীপক হুডা এবং অভিজ্ঞ লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহাল। টি-টোয়েন্টি বিশ্বকাপে একটিও ম্যাচ না খেলে অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ডে পৌঁছেছেন চাহাল, দুর্দান্ত বোলিং করেছেন।এই ম্যাচে কিউয়ি দলের দুই বিস্ফোরক ব্যাটসম্যানকে প্যাভিলিয়নের ফেরত পাঠিয়ে ধামাকা করেন। কিন্তু এই ম্যাচে টিম ইন্ডিয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও হয়েছে৷ যাতে ভারতীয় ড্রেসিংরুমের তিনজন ক্রিকেটারকে স্যান্ডউইচ খেতে দেখা যায়।
মাউন্ট মাউনগুনাইয়ের বে ওভাল মাঠে খেলা দ্বিতীয় টি-টোয়েন্টিতেও বৃষ্টি বাধ সেধেছিল৷ এই সময়, খেলা সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরাম্যান ভারতের ড্রেসিং রুমের দিকে ক্যামেরা ফোকাস করেন, যেখানে যুজবেন্দ্র চাহাল দাঁড়িয়ে স্যান্ডউইচ খাওয়ার সময় সহ খেলোয়াড়দের সঙ্গে কথা বলছিলেন। সেখানেই শার্দুল ঠাকুর সেখানে এসে চাহালের হাতের স্যান্ডউইচে কামড় বসান৷ শুধু তাই নয়, পাশে দাঁড়িয়ে থাকা মহম্মদ সিরাজও পিছিয়ে থাকেননি তিনিও লড়াইতে ঝাঁপিয়ে পড়ে সেই একটা স্যান্ডউইচেই ভাগ বসান৷
advertisement
আরও পড়ুন - Weather Update: নিম্নচাপ ঘনাচ্ছে বঙ্গোপসাগরে, সমতলে হু হু করে কমছে তাপমাত্রা, রইল লেটেস্ট আপডেট
advertisement
দেখে নিন সেই ভাইরাল ভিডিও
pic.twitter.com/M1LnOmkneU #INDvsNZ #TeamIndia
— Shivam Rajvanshi (@social_timepass) November 20, 2022
advertisement
এই ভাইরাল ভিডিও থেকে পরিষ্কার যে হাসি-ঠাট্টার পাশাপাশি টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের মধ্যে ভালবাসার বন্ধন কতটা মজবুত।
ভারত ৬ উইকেটে ১৯১ রান করে
এদিনের ম্যাচে সূর্যকুমার যাদবের ঝড়ো সেঞ্চুরিতে (৫১ বল, ১১১* ) ভারত ৬ উইকেটে ১৯১ রানের বিশাল স্কোর করে। লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ড নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে, যার জেরে ১৮.৫ ওভারে ১২৬ রানে অলআউট হয়ে যায় তারা। নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের ৬১ রান ছাড়া আর কেউই বড় রান করতে পারেনি।
advertisement
দারুণ প্রত্যাবর্তন করলেন যুজবেন্দ্র চাহাল
এই ম্যাচে যুজবেন্দ্র চাহালের ২৬/২ নেন৷ কার্যত তাঁর জন্য এটা ছিল পাওয়ার প্যাক পারফরম্যান্স৷ কারণ সাম্প্রতিক টি-টোয়েন্টি বিশ্বকাপে একটি ম্যাচেও তাঁকে খেলানো হয়নি। এদিনের পারফরম্যান্সে তিনি যেন সেই না পাওয়ার জবাব দিলেন৷ ২২ নভেম্বর নেপিয়ারে হবে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 21, 2022 10:34 AM IST