TRENDING:

Amitabh Bachchan: 'আরশোলার মৃত্যু নেই...!' জীবনের কোন ব্যক্তিগত মুহূর্তের কথা বলে ফেললেন অমিতাভ?

Last Updated:

Amitabh Bachchan:কাছ থেকে বিপদ প্রত্যক্ষ করেছেন। কিন্তু একটি প্রাণীকে দেখলেই এখনও আতঙ্কে শিউরে ওঠেন বিগ বি! সেটি আর কিছুই নয়, আরশোলা!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়া দিল্লি: ৫০ বছরেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে আছেন অভিনেতা অমিতাভ বচ্চন। কত রকম পরিস্থিতিতে পড়তে হয়েছে তাঁকে ছবির শুটিং করতে গিয়ে! বহু প্রাণী দেখেছেন। কাছ থেকে বিপদ প্রত্যক্ষ করেছেন। কিন্তু একটি প্রাণীকে দেখলেই এখনও আতঙ্কে শিউরে ওঠেন বিগ বি! সেটি আর কিছুই নয়, আরশোলা!
কাছ থেকে বিপদ প্রত্যক্ষ করেছেন। কিন্তু একটি প্রাণীকে দেখলেই এখনও আতঙ্কে শিউরে ওঠেন বিগ বি! সেটি আর কিছুই নয়, আরশোলা!
কাছ থেকে বিপদ প্রত্যক্ষ করেছেন। কিন্তু একটি প্রাণীকে দেখলেই এখনও আতঙ্কে শিউরে ওঠেন বিগ বি! সেটি আর কিছুই নয়, আরশোলা!
advertisement

আরশোলার ভয় আজ অবধি কাটাতে পারেননি বর্ষীয়ান অভিনেতা। সম্প্রতি কৌন বনেগা ক্রোড়পতির সর্বশেষ পর্বে নিজমুখেই স্বীকার করলেন সেই মজার গল্প। ভাগ করে নিলেন ব্যক্তিগত অভিজ্ঞতাও। বেঙ্গালুরু থেকে প্রতিযোগী প্রণতি পেদিপতি হট সিটে বসার পর অমিতাভ বচ্চন নিজের আতঙ্কের কথা বলতে শুরু করেন। খেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মাকড়সার পা নিয়ে কথোপকথন শেষমেশ আরশোলার দিকে চলে যায়। এর পরে, বিগ বি তাঁর আরশোলার ভয় সম্পর্কে এক অভিজ্ঞতার কথা বলেন।

advertisement

আরও পড়ুন- পুল কার থেকে নেমেই বমি! স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে NRS-এর দোরগোড়ায় মৃত্যু ছাত্রের

গল্প শুনে হেসেই মরছেন উপস্থিত সবাই। অমিতাভ বললেন, “আরশোলা ভয় পায় না এমন কেউ আছে নাকি!…আরশোলার মৃত্যু নেই!” অমিতাভ জানান, একবার কীটনাশক পাউডার ভর্তি বোতলে পুরে রেখেছিলেন আরশোলা। কিন্তু সেটি মরেনি! এক সপ্তাহ পর বোতল থেকে বেরিয়ে দিব্যি ফড়ফড় করে উড়ে যায় সেই আরশোলা! এতে তিনি অবাক হয়ে যান। এ কথা শোনার পর সেখানে বসে থাকা দর্শকরা হাসি থামাতে পারেননি।

advertisement

এই হাল্কা মুহুর্তের পরে, বিগ বি কথোপকথন প্রণতির পেশার দিকে মোড় নেন। একজন অ্যান্ড্রয়েড অটোমোটিভ ডেভেলপার, প্রণতি গাড়ির প্রতি তাঁর গভীর ভালোবাসা প্রকাশ করেছেন এবং স্বীকার করেছেন, “আমি একজন গাড়ি উত্সাহী।” তবে তিনি গাড়ি চালান না। খেলাটি এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রণতি জানান, যে কেবিসি হটসিটে আসতে পারা তাঁর বাবার স্বপ্ন ছিল।

advertisement

২৫ লাখের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি প্রণতি। প্রণতি গেমটিতে আর্নি লাইফলাইন ব্যবহার করে বুদ্ধিমত্তার সঙ্গে 12,50,000 টাকা জিতেছেন। তবে ২৫ লাখ টাকার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি তিনি। প্রশ্ন ছিল, 1778 সালে, কোন সাম্রাজ্যের রানির সম্মানে নিকোবর দ্বীপপুঞ্জের একটি দ্বীপের নাম ‘টেরেসা’ রাখা হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর ছিল- হ্যাবসবার্গ। প্রণতি প্রশ্নের উত্তর সম্পর্কে নিশ্চিত ছিলেন না তাই তিনি শো ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং 12,50,000 টাকা নিয়ে বাড়ি চলে যান।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Amitabh Bachchan: 'আরশোলার মৃত্যু নেই...!' জীবনের কোন ব্যক্তিগত মুহূর্তের কথা বলে ফেললেন অমিতাভ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল