4 year old boy Death: পুল কার থেকে নেমেই বমি! স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে NRS-এর দোরগোড়ায় মৃত্যু ছাত্রের
- Published by:Tias Banerjee
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
4 year old boy Death: শুক্রবার স্কুলে যাওয়ার জন্য পুল কারে চেপেছিল সেই পড়ুয়া। স্কুলে পৌঁছে তাকে পুল কার থেকে নামানো হতেই বমি করতে শুরু করে ৪ বছরের ছেলে। হাসপাতালে নিয়ে যেতেই সব শেষ!
কলকাতা: শহরের বুকে মর্মান্তিক মৃত্যু এক ছোট্ট পড়ুয়ার। আর ৫ দিনের মতো শুক্রবারও স্কুলে যাওয়ার জন্য পুল কারে চেপেছিল সেই পড়ুয়া। স্কুলে পৌঁছে তাকে পুল কার থেকে নামানো হতেই বমি করতে শুরু করে ৪ বছরের ছেলে।
এর পর গাড়ির চালক এবং অভিভাবক তাকে শুরুতে জিডি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে এনআরএস মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে। তবে চিকিৎসকরা শিশুটিকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
কলকাতার এক নামী স্কুলে নার্সারির পড়ুয়া ছিল এই ছাত্র। গতকাল থেকেই অসুস্থ ছিল সে, এমনই জানা গিয়েছে পরিবার সূত্রে। এ দিন সকালে স্কুলে যাওয়ার জন্য রওনা দেওয়ার পর সে আরও অসুস্থ বোধ করছিল। তবে কী থেকে এমন হঠাৎ মৃত্যু, তা নিশ্চিত নয়। ময়না তদন্তের পর সবটা জানা যাবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 13, 2024 4:01 PM IST