TRENDING:

Madhumita Sarcar: 'তাঁর' সঙ্গেই দেখা করার জন্য মুখিয়ে থাকেন মধুমিতা, রয়েছে অগাধ বিশ্বাস, কে তিনি?

Last Updated:

Madhumita Sarcar: জানেন কি, বিশেষ একজনের সঙ্গে দেখা করার জন্য বিরাট প্রস্তুতি নিয়েছেন অভিনেত্রী মধুমিতা সরকার৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মধুমিতা সরকারকে নিয়ে ভক্তদের উত্তেজনা দিনদিন বেড়েই চলেছে ভক্তদের৷ বিনোদনের রসদ জোগাতে সর্বদাই কিছু না কিছু পোস্ট করে থাকেন অভিনেত্রী৷ নিজের ব্যক্তিগত জীবন নিয়ে তাঁর কোনও লুকোছাপা নেই৷ তবে জানেন কি, বিশেষ একজনের সঙ্গে দেখা করার জন্য বিরাট প্রস্তুতি নিয়েছেন অভিনেত্রী৷
advertisement

তবে এবারও চুপিসাড়ে তা করেননি বরং প্রকাশ্যে সকলের সামনেই তা নিয়ে এসেছেন৷ যার সঙ্গে দেখা করার জন্য এতকিছু আয়োজন তিনি কে? তা জানার জন্যই মুখিয়ে রয়েছেন সকলে৷ সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে সকলের সঙ্গে পরিচয়ও করালেন নায়িকা৷

আরও পড়ুন-শাহরুখের ‘মন্নত’ ঘিরে ফেলেছে পুলিশ, গেটের সামনে বিক্ষোভ অশান্তি, কোন বিপাকে কিং খান?

আরও পড়ুন-হাওয়ায় উড়ে গেল মিনি ড্রেস! ফের ট্রোলড শ্রাবন্তী, শেষমেশ যা করলেন, ভিডিও ভাইরাল

advertisement

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে মধুমিতা ক্যাপশনে লেখেন, সকাল থেকে উপোস থাকার কারণ, আমার যাঁর সঙ্গে দেখা করার থাকে, তিনি আর কেউ নন স্বয়ং মহাদেব৷ শিব ঠাকুরের ভক্ত মধুমিতা৷ অভিনেত্রী যেখানেই যান, সেখানে একবার মহাদেবের কাছে চলে যান৷ মহাদেবই তার সমস্ত মনের কামনা পূরণ করেন৷ সারাদিন নিয়ম নিষ্ঠা মেনে উপোস থেকে পূজো করে কীভাবে উপবাস ভাঙেন সেই মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন নায়িকা৷ মাথায় তিলক লাগিয়ে অভিনেত্রীর এই ছবি মন কেড়ে নিয়েছে ভক্তদের৷

advertisement

পাশাপাশি নায়িকার শিব ভক্তি দেখে অভিভূত হয়েছেন অনুরাগীরা৷ সকলেই এই ভিডিও দেখে প্রশংসায় পঞ্চমুখ৷ নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভীষণ ভালবাসেন মধুমিতা সরকার৷ একাধিক চরিত্রে অভিনয় করে নিজের জায়গা করে নিয়েছেন মধুমিতা সরকার৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Madhumita Sarcar: 'তাঁর' সঙ্গেই দেখা করার জন্য মুখিয়ে থাকেন মধুমিতা, রয়েছে অগাধ বিশ্বাস, কে তিনি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল