আরও পড়ুন: কাশ্মীরে বাড়িতে ঢুকে অভিনেত্রীকে গুলি করে খুন, লস্করের যোগ দেখছে পুলিশ
ফের এক অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে টলি পাড়ায়। জানা গিয়েছে, নাগেরবাজার এলাকার ভাড়া বাড়িতে মাস দেড়েক আগে থাকতে এসেছিলেন বছর ২১-এর মডেল-অভিনেত্রী বিদিশা। প্রাথমিক ভাবে অনুমান, আত্মহত্যা করেছেন বিদিশা। কিন্তু মাত্র একুশ বছরেই নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলেন বিদিশা? যে সুইসাইড নোট পেয়েছে পুলিশ, তাতে উল্লেখ রয়েছে, ''কেরিয়ার নিয়ে সমস্যায় ছিলাম। মনস্থির রাখতে না পেরে এই পথ বেছে নেওয়া। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।''
advertisement
আরও পড়ুন: ঘুমন্ত অবস্থায় দুই সন্তানকে শ্বাসরোধ করে খুন করল বাবা, বেলডাঙায় হাড়হিম কাণ্ড!
শোনা যাচ্ছে, নিজের শরীরের প্রতি অবহেলা ছিল তাঁর৷ বন্ধু বান্ধবরা জানাচ্ছেন আগেও একাধিকবার আত্মহত্যা করতে গিয়েছিলেন তিনি৷ কীসের চাপে এই সিদ্ধান্ত? প্রশ্ন তো থাকছেই৷ রহস্যের জট খুলতে বিদিশার কললিস্ট খতিয়ে দেখছে পুলিশ। তিন বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খাটের তলা থেকে মিলেছে দুটি মোবাইল ফোন। ফোন দুটি বাজেয়াপ্ত করা হয়েছে। জিম প্রশিক্ষক অনুভব বেরার সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। তবে সম্প্রতি অন্য আরেকজনের সঙ্গে অনুভবের সম্পর্কের কথা জানতে পারেন। এমনটাই জানিয়েছে বিদিশার বান্ধবীরা।
পুলিস সূত্রে খবর, বিদিশার সিডিআর খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, এর আগেও দুই বার আত্মহত্যার চেষ্টা করেছিল মডেল বিদিশা দে মজুমদার। কিন্তু বান্ধবী এবং সহকর্মীদের বাঁধার মুখে পড়ে তিনি আর সেই কাজ করেননি। বুধবার ভোর রাত পর্যন্ত বিদিশাকে বোঝানোর চেষ্টা করে তার এক বান্ধবী। কিন্তু শেষরক্ষা হয়নি। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত চলাচ্ছে।
