TRENDING:

স্ত্রীর সঙ্গে সঙ্গমে আনন্দ পাই, কিন্তু... বিবেক অগ্নিহোত্রীর মন্তব্য নিয়ে শোরগোল

Last Updated:

বিবেকের কথায়, ''কে কার সঙ্গে সঙ্গমে লিপ্ত হচ্ছে, কে কাকে ঠকাচ্ছে, তা জানার দরকার নেই। আধ্যাত্মিক মানুষ আমি।''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বলিউডের মূলস্রোত নিয়ে বারবার নিন্দায় মুখর হয়েছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। এ বার তাঁর নিশানায় করণ জোহরের চ্যাট শো 'কফি উইথ করণ'। সম্প্রতি এক সাক্ষাৎকারে 'দ্য কাশ্মীর ফাইলস'-এর পরিচালক জানালেন, তিনি এই চ্যাট শো-তে যেতে চান না। এমনকি তাঁর মতে, 'কফি উইথ করণ' একটি জঘন্য শো।
advertisement

করণের এই বিতর্কিত শো বলিতারকাদের গসিপের ভাণ্ডার বলা হয়৷ প্রেম, পিরীতি, যৌনতা, বিবাদ, ইত্যাদির প্রসঙ্গ বারবার উঠে আসে এই শো-তে।

আরও পড়ুন: শোয়ের নাম কেন 'কফি উইথ করণ'? নিজে খান তো কফি? কী বলছেন করণ জোহর?

বিবেককে প্রশ্ন করা হয়, তাঁকে আমন্ত্রণ করা হলে, তিনি উপস্থিত হবেন? বিবেক বললেন, "এই মুহূর্তে এই শো-এর যা পরিস্থিতি, সেরকম চললে অবশ্যই যাব না। আমি আমার স্ত্রীর সঙ্গে সঙ্গম করে আনন্দ পাই ঠিকই, কিন্তু আমার জীবনে কাম, সঙ্গম, যৌনতাই সব নয়। আমি কী নিয়ে কথা বলব? মধ্যবয়সি একটা লোক আমি, যার দুই সন্তান রয়েছে। আর ওই সোফায় বসে কথা বলাটা খুব কৃত্রিম, সাজানো মনে হয়। কে কার সঙ্গে সঙ্গমে লিপ্ত হচ্ছে, কে কাকে ঠকাচ্ছে, তা জানার দরকার নেই। আধ্যাত্মিক মানুষ আমি।''

advertisement

আরও পড়ুন: নিরুপায় করণ , "কফি উইথ করণ"-এ আসতে নারাজ এই দুই তারকা !

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

এর আগে এক বার তাপসী পান্নুকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কেন করণের শো-তে যাননি এখনও পর্যন্ত? তিনি উত্তর দিয়েছিলেন, ''আমার যৌনজীবন অন্যদের মতো অত ইন্টারেস্টিং নয় বলেই বোধহয় করণ জোহরের শো-এর আমন্ত্রণ পাই না।''

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
স্ত্রীর সঙ্গে সঙ্গমে আনন্দ পাই, কিন্তু... বিবেক অগ্নিহোত্রীর মন্তব্য নিয়ে শোরগোল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল