করণের এই বিতর্কিত শো বলিতারকাদের গসিপের ভাণ্ডার বলা হয়৷ প্রেম, পিরীতি, যৌনতা, বিবাদ, ইত্যাদির প্রসঙ্গ বারবার উঠে আসে এই শো-তে।
আরও পড়ুন: শোয়ের নাম কেন 'কফি উইথ করণ'? নিজে খান তো কফি? কী বলছেন করণ জোহর?
বিবেককে প্রশ্ন করা হয়, তাঁকে আমন্ত্রণ করা হলে, তিনি উপস্থিত হবেন? বিবেক বললেন, "এই মুহূর্তে এই শো-এর যা পরিস্থিতি, সেরকম চললে অবশ্যই যাব না। আমি আমার স্ত্রীর সঙ্গে সঙ্গম করে আনন্দ পাই ঠিকই, কিন্তু আমার জীবনে কাম, সঙ্গম, যৌনতাই সব নয়। আমি কী নিয়ে কথা বলব? মধ্যবয়সি একটা লোক আমি, যার দুই সন্তান রয়েছে। আর ওই সোফায় বসে কথা বলাটা খুব কৃত্রিম, সাজানো মনে হয়। কে কার সঙ্গে সঙ্গমে লিপ্ত হচ্ছে, কে কাকে ঠকাচ্ছে, তা জানার দরকার নেই। আধ্যাত্মিক মানুষ আমি।''
advertisement
আরও পড়ুন: নিরুপায় করণ , "কফি উইথ করণ"-এ আসতে নারাজ এই দুই তারকা !
এর আগে এক বার তাপসী পান্নুকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কেন করণের শো-তে যাননি এখনও পর্যন্ত? তিনি উত্তর দিয়েছিলেন, ''আমার যৌনজীবন অন্যদের মতো অত ইন্টারেস্টিং নয় বলেই বোধহয় করণ জোহরের শো-এর আমন্ত্রণ পাই না।''