Koffee With Karan 7: শোয়ের নাম কেন 'কফি উইথ করণ'? নিজে খান তো কফি? কী বলছেন করণ জোহর?
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Koffee With Karan 7: শোয়ের নাম কেন 'কফি উইথ করণ'? সত্যিই কফি খান তো করণ জোহর? সপাট জবাব অবাক করবে!
#মুম্বই: ফের পর্দায় ফিরলেন করণ জোহর। তাঁর পছন্দের শো 'কফি উইথ করণ' নিয়ে। এই শোতে বলিউডের প্রায় সব সেলেবরাই একবার না একবার এসেছেন। এবং মনের কথা খুলে বলেছেন। 'কফি উইথ করণ'-এর এটাই ফ্লেভার! করণ মজার ছলে ফাঁস করে দেন সেলেবদের সব খবর। এই যেমন সারা আলি খানের প্রেম নিয়েও নতুন তথ্য ফাঁস করেছেন তিনি ! এবারের ৭ নম্বর সিরিজেও রয়েছে নানা চমক। প্রতিবারের থেকে একটু আলাদা এ বারের 'কফি উইথ করণ!' শুধু করণ নয়, এবার করণকেও প্রশ্ন করা যাবে যেমন খুশি। এবারের শোতে রণবীর সিং ও আলিয়া ভাটের জুটি ছিল নজরে।
এই শোতে রণবীর সিং ও আলিয়া আসার কারণ করণের পরের ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি'! নিজের শো থেকেই মজার ছলে শুরু হল প্রোমোশন। তবে এবার এই শোতে র্যাপিড ফায়ারে উঠে এল নানা মজার তথ্য। যদিও এই শোতেই করণ জোহর বলেন বলিউডের অনেকের প্রেমটাই হত না যদি না তাঁর এই শো থাকত! যেমন ভি-ক্যাট ও রণবীর আলিয়া! তবে এ কথা কিছুটা হলেও সত্যি। কিন্তু প্রশ্ন হল 'কফি উইথ করণ' শো তো করছেন নিজে কতটা কফি খান করণ জোহর?
advertisement
advertisement
র্যাপিড ফায়ার রাউন্ডে করণকে এই প্রশ্ন করা হয়। আপনি শো তো করছেন? কিন্তু কফি খান কী? প্রশ্ন শুনে কিছুক্ষণ ফের চুপ করে গিয়ে হাসতে থাকেন তিনি। বলেন, 'সত্যি বলতে আমি কফি খুব একটা খাই না। চাই বেশি খাই। তবে কোল্ড কফি উইথ চকোলেট মাঝে মধ্যে খাই।" তখন ফের তাঁকে প্রশ্ন করা হয়, তাহলে শোয়ের নাম এমন কেন? করণ জানান, "এই শোয়ের মানে হল নিপাট আড্ডা! সেলেবদের জীবনের মজার তথ্য নিয়ে নানা কথা। যা বলতে গেলে অনেকটা চিট-চাট শোয়ের মতো। তাই আমার মনে হয় এই শো স্ট্রেস কমাতেও সাহায্য করে। সেই জন্য এই নামটাই ঠিক আছে। আড্ডা বা বৈঠকের নাম তো এমনটাই হওয়া উচিত!"
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 07, 2022 10:46 PM IST