TRENDING:

Viral Video: শো চলাকালীন এমন 'অপমান'! কপিলকে চুমু দিতে হল রবিনার, দেখুন সেই ভিডিও

Last Updated:

Viral Video: রবিনা ট্যান্ডন পুরনো ছবি 'আন্দাজ আপনা আপনা' নিয়ে স্মৃতিচারণ করেন। শুনেই স্তম্ভিত হয়ে যান কপিল শর্মা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: দ্য কপিল শর্মা শো-তে কত কিছুই না হয়। তবে এবার যা হল তা একেবারেই মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কপিল শর্মার অনবদ্য কমেডির জেরে কুপোকাত আট থেকে আশি। ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেদের মনেও আলাদা করে জায়গা করে নিয়েছেন কপিল। সম্প্রতি কপিলের শো-তে অতিথি হয়ে এসেছিলেন রবিনা ট্যান্ডন, লেখিকা সুধা মূর্তি, ও অস্কারজয়ী প্রযোজক গুনিত মোঙ্গা। সেখানেই কাজের জীবন নিয়ে কথা বলছিলেন অতিথিরা।
advertisement

রবিনা ট্যান্ডন পুরনো ছবি ‘আন্দাজ আপনা আপনা’ নিয়ে স্মৃতিচারণ করেন। সেখানে নানা কথার মাঝে নায়িকা বলেন, ‘কেন যে ওই ছবিটায় অমন কোঁকড়ানো চুল করেছিলাম কে জানে। পুরনো ছবিগুলো দেখলেই আমার এটা মনে হয়।’ এর পরেই কপিল বলেন, ‘সবারই পুরনো ছবি দেখলে এমনই মনে হয়, কেন এরকম করেছিলাম।’ এর প্রত্যুত্তরে রবিনা ফের কপিলকে বলেন, ‘তোমার তো এখনকার ছবি দেখলেও হয়তো এমন মনে হয়।’

advertisement

আরও পড়ুন: মদ্যপ কপিলের মোদিকে ট্যুইট, কুকীর্তির পর শো’তে আমন্ত্রণ! চমকে দেওয়া জবাব প্রধানমন্ত্রীর

আরও পড়ুন: হাসানোর ‘ওস্তাদ’ কাঁদিয়ে ছাড়বেন দর্শককে, কপিল শর্মার নতুন ছবির ট্রেলার ভাইরাল

এটা শুনেই স্তম্ভিত হয়ে যান কপিল শর্মা। কার্যত বাকরুদ্ধ কপিলকে সামাল দিতে রবিনা উঠে এসে কপিলের গালে চুমু এঁকে দেন। সকলেই সজোরে হেসে ওঠেন। কপিল ও রবিনা এবং উপস্থিত অন্য অতিথিরাও হাসিতে ফেটে পড়েন। কপিল ফের বলেন, ‘এমন অপমান করার পর এমন জিনিস পাওয়া গেলে আরও হোক এমন অপমান’। গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

advertisement

এ বছরই পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন বলিউডের মোহময়ী নায়িকা রবিনা ট্যান্ডন। ৯০-এর দশকে জনপ্রিয়তার শিখরে ছিলেন রবিনা। দীর্ঘদিন কাজ থেকে সরে গিয়ে ফের ফিরেছেন পর্দায়। অন্যদিকে, কপিল শর্মাও কমেডি শো-এর পাশাপাশি ছবি করছেন। শেষ তাঁকে দেখা গিয়েছে জুইগ্যাটো ছবিতে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Video: শো চলাকালীন এমন 'অপমান'! কপিলকে চুমু দিতে হল রবিনার, দেখুন সেই ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল