তবে শারীরিক পরিস্থিতি খুবই সঙ্কটজনক। 'হাম দিল দে চুকে সনম' ছবিতে ঐশ্বর্য রাই বচ্চনের বাবার চরিত্রে অভিনয় করা বিক্রম আপাতত পুণের এক হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর একাধিক অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় শারীরিক পরিস্থিতির অবনতি হয়েছে।
আরও পড়ুন: বেঁচে আছেন অভিনেতা বিক্রম গোখলে, মৃত্যুর খবর গুজব! জানালেন স্ত্রী
advertisement
বিক্রমের স্ত্রী জানিয়েছেন, চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন অভিনেতাকে সুস্থ করে তুলতে। কিন্তু চিকিৎসায় সেভাবে সাড়া দিচ্ছেন না বিক্রম। বিভিন্ন অঙ্গ বিকল হয়ে গিয়েছে।
বুধবার রাতের দিকে তাঁর মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে উদ্বিগ্ন হয়ে পড়েন বিনোদন জগতের অনেকেই। এমনকি ট্যুইটারে শোকবার্তা জানিয়ে দিয়েছিলেন অজয় দেবগন, রীতেশ দেশমুখ, আলি গোনি, জাভেদ জাফরির মতো তারকারাও।
আরও পড়ুন: গুরুতর অসুস্থ শাহরুখ-সলমনের সহ-অভিনেতা, চিকিৎসায় সাড়া দিচ্ছেন না বিক্রম
'হাম দিল দে চুকে সনম' ছাড়াও 'ভুলভুলাইয়া', 'দে দনা দন', 'হিচকি'র মতো ছবিতেও অভিনয় করেছেন বিক্রম।