বেঁচে আছেন অভিনেতা বিক্রম গোখলে, মৃত্যুর খবর গুজব! জানালেন স্ত্রী
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
অভিনেতার স্ত্রী ভ্রুশালি গোখলে বৃহস্পতিবার জানিয়েছেন, বিক্রম গোখলের মৃত্যুর খবর ভুয়ো। তিনি বেঁচে রয়েছেন। তবে লাইফ সাপোর্টে রয়েছেন।
#মুম্বই: বুধবার সন্ধে থেকেই শোনা গিয়েছিল, অসুস্থ হয়ে গভীর সঙ্কটে রয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা বিক্রম গোখলে। রাতে খবরও প্রকাশিত হয় যে তিনি মারা গিয়েছেন। তবে অভিনেতার স্ত্রী ভ্রুশালি গোখলে বৃহস্পতিবার জানিয়েছেন, বিক্রম গোখলের মৃত্যুর খবর ভুয়ো। তিনি বেঁচে রয়েছেন। তবে লাইফ সাপোর্টে রয়েছেন।
একটি সংবাদমাধ্যমকে ভ্রুশালি জানিয়েছেন, 'গতকাল দুপুর থেকে কোমায় চলে গিয়েছেন উনি। কোনও স্পর্শ অনুভব করতে পারছেন না। ভেন্টিলেটরে তাঁকে রাখা হয়েছে। আজ সকালে চিকিৎসকেরা সিদ্ধান্ত নেবেন কী করণীয়। তাঁর শারীরিক পরিস্থিতির উন্নতি হচ্ছে কি না, তা দেখা হবে।' গত ৫ নভেম্বর থেকে পুণের দীননাথ মঙ্গেশকর হাসপাতালে ভর্তি রয়েছেন বিক্রম গোখলে।
advertisement
"Veteran Actor Vikram Gokhale is still critical and on life support, he has not passed away yet. Keep praying for him," confirms Vikram Gokhale's daughter (File pic) pic.twitter.com/bs53dFIbxE
— ANI (@ANI) November 23, 2022
advertisement
আরও পড়ুন: ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ের অধীনে মেগা রিক্রুটমেন্ট, এই সুযোগ ছাড়বেন না
হাসপাতালে ভর্তির পর থেকে যদিও সেই খবর প্রকাশ্যে আসেনি। পরিবারের তরফ থেকে এতদিন বিষয়টা লোকচক্ষুর অন্তরালেই রাখা হয়েছিল। বুধবার বিকেলের দিকে ANI-এর এক ট্যুইট থেকে জানা যায়, গুরুতর অসুস্থ তিনি। তারপরই রাতের দিকে ছড়িয়ে পড়ে মারা গিয়েছেন 'হাম দিল দে চুকে সনম'-এ ঐশ্বর্য রাই-এর বাবা হওয়া এই অভিনেতা।
advertisement
আরও পড়ুন: নর্দান রেলওয়ের অধীনে একাধিক শূন্যপদে নিয়োগ, আজই আবেদন করুন
তবে বুধবার গভীর রাত ও বৃহস্পতিবার সকালেই সমস্ত খবর পরিষ্কার হয়েছে। বিক্রম গোখলে বেঁচে রয়েছেন। তবে তাঁর শারীরিক পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক। বুধবার রাতের দিকে তাঁর মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে উদ্বিঘ্ন হয়ে পড়ে বিনোদন জগতের অনেকেই। এমনকী টুইটারে শোকবার্তা দেন অজয় দেবগন, রীতেশ দেশমুখ, আলি গোনি, জাভেদ জাফরির মতো তারকারাও।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 24, 2022 8:54 AM IST