২০২১ সালের ডিসেম্বর মাসে গাঁটছড়া বাঁধেন ভিকি-ক্যাটরিনা। রাজকীয় সেই বিয়ের কথা যেন কাকপক্ষীতেও টের না পায়, তার সমস্ত বন্দোবস্ত করেছিলেন দম্পতি। কিন্তু ফাঁক গলে বিভিন্ন তথ্য ফাঁস হয়ে গিয়েছিল। কারণ তাঁদের বিয়ের আগে প্রেম, সম্পর্ক নিয়ে মুখ খোলেননি কেউই। বিয়ের পরেই ছবি পোস্ট করে নিজের সম্পর্কের কথা সকলের সামনে এনেছেন ভিক্যাট।
advertisement
আরও পড়ুন: সুন্দরবনে শ্যুটিং করতে গিয়ে চড় খেয়েছিলেন নোরা, পাল্টাও কষিয়েছিলেন থাপ্পড়! ভয়ঙ্কর সেই কাণ্ড শুনুন
আরও পড়ুন: বাংলা ছবি কবে পাবে পাঠানের মতো সাফল্য, ‘নেটওয়ার্ক’ সমস্যার কথা তুললেন অঞ্জন
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের দাম্পত্য নিয়ে খুল্লমখু্ল্লা কথা বলেন তিনি। বিয়ের পরে তিনি নানা রকমের জীবন শিক্ষা লাভ করেছেন। ভিকিকে প্রশ্ন করা হয়, ‘আদর্শ পুরুষ’-এর সংজ্ঞা কী তাঁর কাছে? ভিকি বলেন, ‘‘আমি নিজেকে আদর্শ পুরুষ বলে মনে করি না। কোনও দিক থেকেই আমি নিখুঁত নই। না স্বামী হিসেবে, না ছেলে হিসেবে, না বন্ধু হিসেবে, না অভিনেতা হিসেবে। এটা আসলে একটা অবিরাম অনুসন্ধানের প্রক্রিয়া। নিখুঁত হওয়াটা তো আসলে মরীচিকার মতো, তাই না? আপনি সবসময়ে মনে করবেন, সেখানে পৌঁছেছেন কিন্তু কখনওই পৌঁছান না। তাই নিজেকে কোনও দিনও পারফেক্ট স্বামী বলে মনে করি না। কেবল একজন স্বামীর সেরা সংস্করণ হওয়ার চেষ্টা করি। অবশ্যই আগামিকাল আমি গতকালের চেয়ে ভাল থাকব।’’
দাম্পত্য প্রসঙ্গে ভিকির কথা, ‘‘একটা মানুষের সঙ্গে থাকা শুরু করলে অনেক কিছু শেখা যায়। গত একটা বছরে আমি অনেক কিছু শিখেছি। যখন একা ছিলাম, তার থেকে অনেক বেশি শিখেছি। জীবনে সঙ্গীরস আবির্ভাব হলে এটাই হয়। অন্য মানুষটার চোখ দিয়ে কিছু জিনিস দেখতে শেখার এই প্রক্রিয়া আসলে খুবই সুন্দর। এভাবেই মানুষ বড় হয়। পরিণত হয়।’’