TRENDING:

Vicky Kaushal and Katrina Kaif wedding: ৭ টি দুধসাদা ঘোড়ায় টানা গাড়িতে বর, কনে থাকবেন পালকিতে, আজই সপ্তপদী ভিকি-ক্যাটরিনা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জযপুর : সকাল থেকে সাজ সাজ রব রাজস্থানের সোয়াই মাধোপুর জেলার ‘সিক্স সেন্সেস’ রিসর্টে (six senses resort)৷ বৃহস্পতিবার এখানে সাতপাকে বাঁধা পড়বেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফ (Vicky Kaushal and Katrina Kaif wedding)৷ জানা গিয়েছে, এদিন সকাল ৮ থেকে ১১ অবধি চলবে প্রাতরাশ পর্ব৷ এর পর দুপুর ১ টার পর থেকে হবে ‘সেহরা বন্দি’৷ রিসর্টের লনে দুপুর ৩ টের সময় সজ্জিত হবে কাচের বিবাহ মণ্ডপ৷ তার পরই সাতটি সাদা ঘোড়ায় টানা গাড়িতে বিয়ে করতে বার হবেন ভিকি৷ ক্যাটরিনা ছাদনাতলায় পৌঁছবেন পালকিতে৷ সন্ধ্যা ৬ টার সময় ‘সাত ফেরে’, বা সাতপাকে ঘোরা ৷ রীতি মেনে ক্যাটরিনার গলায় ভিকি পরিয়ে দেবেন পরিণয় সূত্র বা মঙ্গলসূত্র৷ এর পর ৮ থেকে রাত অবধি চলতে থাকবে পার্টি ও অতিথি আপ্যায়ন৷
advertisement

ভিভিআইপি-র বিয়ে উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ‘সিক্স সেন্সেস’ রিসর্ট ও তার সংলগ্ন এলাকা৷ তারকা জুটির বিয়ে উপলক্ষে রিসর্টে এখন বলিউডি চাঁদের হাট৷ কবীর খান, মিনি মাথুর, অঙ্গদ বেদি, নেহা ধুপিয়া, শর্বরী ওয়াঘ, গুরদাস মান, সিমরন কউর ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন বিয়ের আসরে৷ শোনা যাচ্ছে ক্যাটরিনার ঘনিষ্ঠ বান্ধবী অনুষ্কা শর্মাও আসবেন বিয়েতে৷ আসার কথা আছে অমিতাভ বচ্চন এবং অক্ষয় কুমারেরও৷ তবে বিয়েতে থাকছেন না ক্যাটরিনার ঘনিষ্ঠ বন্ধু তথা প্রাক্তন প্রেমিক সলমন খান৷ তিনি ‘দবং ট্যুর’ করতে রিয়াধে গিয়েছেন৷

advertisement

আরও পড়ুন : ৭০০ বছরের কেল্লায় নিশিযাপনের ন্যূনতম খরচ ৭৫ হাজার টাকা! ভিক্যাটের বিয়ের আসর নিয়ে জানুন খুঁটিনাটি

মঙ্গলবার থেকেই মহা সমারোহে শুরু হয়েছে প্রাক-বিয়ে অনুষ্ঠান৷ মঙ্গলবার ছিল সঙ্গীত ও মেহন্দি৷ পঞ্জাবি সঙ্গীতে প্রতি ভিকির ভালবাসা সর্বজনবিদিত, সেই সুরেই ছন্দিত হয়েছে তাঁদের সঙ্গীত৷ ক্যাটরিনা হাত রাঙিয়েছেন রাসায়নিকহীন অর্গ্যানিক সোজত মেহন্দিতে৷ রাজস্থানের জয়পুরের পালি থেকে এসেছে এই মেহন্দি৷ তাঁদের বিয়ের আসরে মেহন্দি পরার খরচও নাকি হয়েছে এক লক্ষ টাকা! রিসর্টের পুলের ধারে সঙ্গীত ও মেহন্দি অনু্ষ্ঠানে সামিল ছিলেন প্রায় ৯০ জনের বেশি অতিথি৷ তার আগের দিন মঙ্গলবার ছিল বিয়ের ‘হলদি’ অনুষ্ঠান৷ সেই অনুষ্ঠানে ২০ জন যোগ দেন বলে শোনা গিয়েছে৷

advertisement

আরও পড়ুন : দাম ১ লক্ষ টাকা! অর্গ্যানিক সোজত মেহন্দিতে হাত রাঙাবেন ক্যাটরিনা

বুধবার পঞ্জাবি সঙ্গীত তারকা মঞ্জ মুসিক এবং তাঁর স্ত্রী নিন্ডি কউরকে দেখা গিয়েছে জয়পুর বিমানবন্দরে ৷ তাঁরা ভিক্যাটের সঙ্গীত-এ পারফর্ম করেছেন বলে খবর৷

আরও পড়ুন : গোলাপি শহরের পথে ক্যাটরিনার অঙ্গে হলুদ শরারা, ভিকির পরনে কল্কাদার রেশমি কুর্তা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বলিউডের অন্দরমহলে গুঞ্জন, এ বছর দীপাবলিতে পরিচালক কবীর খানের বাড়িতে হয় ভিকি ও ক্যাটরিনার বাগদান অনুষ্ঠান৷ বিয়ের সুবাদে এই তারকাজুটির সম্পত্তি তথা উপার্জনও এখন চর্চিত৷ ফোর্বস পত্রিকার তালিকা অনুযায়ী, ২০১৯ সালে ক্যাটরিনার উপার্জন ছিল ২৩.৬৩ কোটি টাকা৷ ভিকি সে বছর উপার্জন করেছেন ১০.৪২ কোটি টাকা৷ বিয়ের পর ভিকি এবং ক্যাটরিনা থাকবেন জুহুতে বিলাসবহুল আবাসনে, বিরাট ও অনুষ্কার প্রতিবেশী হয়ে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Vicky Kaushal and Katrina Kaif wedding: ৭ টি দুধসাদা ঘোড়ায় টানা গাড়িতে বর, কনে থাকবেন পালকিতে, আজই সপ্তপদী ভিকি-ক্যাটরিনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল