TRENDING:

Valentine's Day 2023: ভ্যালেন্টাইন্স ডে-র দিনে বিশেষ সাজগোজ! হালকা সাজেই হয়ে উঠুন মোহময়ী

Last Updated:

Valentine's Day-র দিন কীভাবে সাজিয়ে তুলবেন নিজেকে? দেখে নিন মেকআপ টিপস!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ন্যাচারাল লুকই এখন ট্রেন্ডিং। মেকআপ, ফাউন্ডেশন থেকে শুরু করে লিপস্টিক, ন্যুড এবং ন্যাচারাল টোনকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। বিশেষ করে ফাউন্ডেশনের কথা বললে শুধুমাত্র ন্যাচারাল লুককেই যথাযথ বলে ধরা হয়। বিশেষজ্ঞরা বলেন, হালকা এবং স্বচ্ছ ফাউন্ডেশনই ভাল। কিন্তু ত্বক পুরোপুরি ফাউন্ডেশন দিয়ে ঢেকে রাখা উচিত নয়। দিনেও ফাউন্ডেশন ছাড়া মেকআপ করা যায়। কমপ্যাক্ট পাউডারও ভাল।
ভ্যালেন্টাইন্স ডে  মেকআপ টিপস
ভ্যালেন্টাইন্স ডে মেকআপ টিপস
advertisement

ভ্যালেন্টাইন্স ডে-র মেকআপে কিছু মৌলিক বিষয়ের যত্ন নেওয়া প্রয়োজন। মুখের তৈলাক্ত অংশ যেমন নাক, চিবুক এবং কপালে বেশি মনোযোগ দিতে হবে।

ফেস পাউডার সেট করার কৌশল: স্পঞ্জ সামান্য ভিজিয়ে মুখ এবং ঘাড়ে পাউডারটা ঘষতে হবে। এতেই ফেস পাউডার দীর্ঘক্ষণ থাকবে।

আরও পড়ুন -  West Bengal Weather Update: বৃষ্টির চোখ রাঙানি একাধিক জেলায়, ফের ফিরবে শীতের ঠান্ডা ,রইল ওয়েদার আপডেট

advertisement

ফাউন্ডেশনেই ঢেকে যাবে ব্রণ: ব্রণ ঢেকে রাখার সবচেয়ে ভাল কৌশল হল ক্রিমি ফেস ফাউন্ডেশন ব্যবহার করা। সরাসরি ব্রণ বা পিম্পলের উপর লাগাতে হবে। তবে ঘষলে চলবে না। লাগানোর পর সামান্য পাউডার দিতে হবে। খেয়াল রাখতে হবে পাউডারটা যেন ত্বকে ভাল ভাবে ব্লেন্ড হয়ে যায়। রাতে ফাউন্ডেশন ব্যবহার করতে চাইলে জল-ভিত্তিক ফাউন্ডেশন ব্যবহার করাই ভাল। ফাউন্ডেশনে ১ ফোঁটা জল দিলেই হবে। তারপর ভেজা স্পঞ্জ দিয়ে ঘষে দিতে হবে। যত ভাল ব্লেন্ড হবে তত ভাল ফিনিশিং আসবে।

advertisement

আরও পড়ুন -  Viral Video: নেহরার স্ত্রী-র সঙ্গে জাদেজা, ক্যামেরা দেখেই ছিটকে সরে বললেন, ‘ইনি আমার সঙ্গে নেই’

ব্লাশার ব্যাবহারের আগে: ব্লাশার খুব বেশি ব্যবহার করা উচিত নয়। এর প্রধান উদ্দেশ্য হল গায়ের রঙকে উজ্জ্বল আভা দেওয়া। নতুন হলে পাউডার ব্লাশার ব্যবহার করা যায়। এটা লাগানো সহজ। এর সঙ্গে ব্রাশ থাকে। গালের হাড়ের উপর এবং একটু নিচে লাগাতে হয়। গালে আঙুল দিয়ে ব্লাশার ড্যাব করে ব্রাশ দিয়ে হালকা স্ট্রোকে মিশিয়ে দিতে হবে। ফর্সা ত্বকের জন্য গোলাপি এবং লাল ব্লাশার ব্যবহার করা যায়। ত্বক হলুদ হলে কমলা শেডের ব্লাশার ব্যবহার করা উচিত নয়। জলপাই ত্বকের জন্য গোলাপি বা কোরাল রঙের ব্লাশার সবচেয়ে ভাল। আর ত্বক যদি কালচে হয় তাহলে ওয়াইন বা ব্রোঞ্জ রঙের ব্লাশার ভাল মানাবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

চোখের মেকআপে বিশেষ যত্ন: চোখের পাতায় ব্রাউন আইশ্যাডো ব্যবহার করা যায়। ল্যাশ লাইনের নিচে বাদামি। কাজল বা লাইনারের বদলে আইশ্যাডো চোখে নাটকীয় লুক এনে দেবে। মাস্কারা তো দিতেই হবে। সঙ্গে আইল্যাশ থাকলেই আর মনের মানুষের চোখ আটকে থাকবে!

বাংলা খবর/ খবর/বিনোদন/
Valentine's Day 2023: ভ্যালেন্টাইন্স ডে-র দিনে বিশেষ সাজগোজ! হালকা সাজেই হয়ে উঠুন মোহময়ী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল