Viral Video: নেহরার স্ত্রী-র সঙ্গে জাদেজা, ক্যামেরা দেখেই ছিটকে সরে বললেন, ‘ইনি আমার সঙ্গে নেই’

Last Updated:

অজয় জাদেজা গাড়িতে সামনে বসেছিলেন৷ আশিষ নেহরা এবং রুশমা-পিছনে বসেছিলেন৷

আশিষ নেহেরার স্ত্রী
আশিষ নেহেরার স্ত্রী
মুম্বই: ভারতীয় ক্রিকেট দল প্রাক্তন তারকা বোলার আশিষ নেহরা ভীষণ মজাদার মানুষ৷  টিম ইন্ডিয়ার চার্মিং বয় অজয় জাদেজা ভীষণ কুল৷ তিনি একেবারে অনেকটাই আলাদা আন্দাজ নিয়ে থাকতেন৷ তাঁর হাসিখুশি চরিত্রের কারণে তাঁর আলাদা একটা ফ্যান ফলোয়িং থাকে৷ সাম্প্রতিক ঘটনা  বলিউড অভিনেত্রী নীনা গুপ্তার মেয়ে মাসাবা-র বিয়ে হয়েছে৷ অজয় জাদেজা এবং আশিষ নেহরা সেখানে পৌঁছেছিলেন৷   সেখানেই লোকে কথা বলার মওকা পেয়ে যান৷
দিল্লি-র পক্ষ থেকে খেলেছেন অজয় জাদেজা এবং আশিষ নেহরা খুবই ভাল ছিলেন৷ পার্টিতেও  তাঁর একসঙ্গে ছিলেন৷ এই বার জাদেজা একটি ভিডিও নেহরা-র স্ত্রীর সঙ্গে ভাইরাল হয়েছিল৷ আসলে আশিষ নেহরা এবং অজয় জাদেজা বলিউড অভিনেত্রীর নীনা গুপ্তা -র মেয়ে মাসাবার বিয়েতে এসেছিলেন৷ আশিষ নেহরা খানিকটা  পিছনে পরে গিয়েছিলেন আর নেহরার স্ত্রী এবং অজয় জাদেজা একসঙ্গে আসছিলেন৷ এই সময় তাঁরা ক্যামেরার সামনে পড়ে যান৷ আর গণ্ডগোল তখন হয় যখন ক্যামেরাম্যান জাদেজার সঙ্গে আশিষ নেহরার স্ত্রী রুশমাকে একসঙ্গে ভেবে নেন৷
advertisement
advertisement
গাড়ি থেকে নামার পর কী কী ঘটল ভাইরাল ভিডিওতে প্রমাণ
advertisement
জাদেজা বলেন ইনি আমার সঙ্গে নেই
আরও দেখুন -
অজয় জাদেজা গাড়িতে সামনে বসেছিলেন৷ আশিষ নেহরা এবং রুশমা-পিছনে বসেছিলেন৷ দুজনে একসঙ্গে গাড়ি থেকে নেমে আসেন৷ আর কাছেই ক্যামেরাম্যান তাঁদের একসঙ্গে দেখে ছবি তুলতে শুরু করেন৷ রুশমা পিছনের দরজা খুলে নামেন৷ যখন ফটোগ্রাফার ছবি তুলছিলেন তখন জাদেজা পিছনের দিকে ইঙ্গিত করেন৷ বোঝাতে চান রুশমা তাঁর সঙ্গে নেই৷ এই সময়ের মধ্যে আশিষ নেহরা সেই জায়গায় চলে আসেন৷ তারপর তিনজন একসঙ্গে ছবি তোলান৷
বাংলা খবর/ খবর/খেলা/
Viral Video: নেহরার স্ত্রী-র সঙ্গে জাদেজা, ক্যামেরা দেখেই ছিটকে সরে বললেন, ‘ইনি আমার সঙ্গে নেই’
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement