Viral Video: নেহরার স্ত্রী-র সঙ্গে জাদেজা, ক্যামেরা দেখেই ছিটকে সরে বললেন, ‘ইনি আমার সঙ্গে নেই’

Last Updated:

অজয় জাদেজা গাড়িতে সামনে বসেছিলেন৷ আশিষ নেহরা এবং রুশমা-পিছনে বসেছিলেন৷

আশিষ নেহেরার স্ত্রী
আশিষ নেহেরার স্ত্রী
মুম্বই: ভারতীয় ক্রিকেট দল প্রাক্তন তারকা বোলার আশিষ নেহরা ভীষণ মজাদার মানুষ৷  টিম ইন্ডিয়ার চার্মিং বয় অজয় জাদেজা ভীষণ কুল৷ তিনি একেবারে অনেকটাই আলাদা আন্দাজ নিয়ে থাকতেন৷ তাঁর হাসিখুশি চরিত্রের কারণে তাঁর আলাদা একটা ফ্যান ফলোয়িং থাকে৷ সাম্প্রতিক ঘটনা  বলিউড অভিনেত্রী নীনা গুপ্তার মেয়ে মাসাবা-র বিয়ে হয়েছে৷ অজয় জাদেজা এবং আশিষ নেহরা সেখানে পৌঁছেছিলেন৷   সেখানেই লোকে কথা বলার মওকা পেয়ে যান৷
দিল্লি-র পক্ষ থেকে খেলেছেন অজয় জাদেজা এবং আশিষ নেহরা খুবই ভাল ছিলেন৷ পার্টিতেও  তাঁর একসঙ্গে ছিলেন৷ এই বার জাদেজা একটি ভিডিও নেহরা-র স্ত্রীর সঙ্গে ভাইরাল হয়েছিল৷ আসলে আশিষ নেহরা এবং অজয় জাদেজা বলিউড অভিনেত্রীর নীনা গুপ্তা -র মেয়ে মাসাবার বিয়েতে এসেছিলেন৷ আশিষ নেহরা খানিকটা  পিছনে পরে গিয়েছিলেন আর নেহরার স্ত্রী এবং অজয় জাদেজা একসঙ্গে আসছিলেন৷ এই সময় তাঁরা ক্যামেরার সামনে পড়ে যান৷ আর গণ্ডগোল তখন হয় যখন ক্যামেরাম্যান জাদেজার সঙ্গে আশিষ নেহরার স্ত্রী রুশমাকে একসঙ্গে ভেবে নেন৷
advertisement
advertisement
গাড়ি থেকে নামার পর কী কী ঘটল ভাইরাল ভিডিওতে প্রমাণ
advertisement
জাদেজা বলেন ইনি আমার সঙ্গে নেই
আরও দেখুন -
অজয় জাদেজা গাড়িতে সামনে বসেছিলেন৷ আশিষ নেহরা এবং রুশমা-পিছনে বসেছিলেন৷ দুজনে একসঙ্গে গাড়ি থেকে নেমে আসেন৷ আর কাছেই ক্যামেরাম্যান তাঁদের একসঙ্গে দেখে ছবি তুলতে শুরু করেন৷ রুশমা পিছনের দরজা খুলে নামেন৷ যখন ফটোগ্রাফার ছবি তুলছিলেন তখন জাদেজা পিছনের দিকে ইঙ্গিত করেন৷ বোঝাতে চান রুশমা তাঁর সঙ্গে নেই৷ এই সময়ের মধ্যে আশিষ নেহরা সেই জায়গায় চলে আসেন৷ তারপর তিনজন একসঙ্গে ছবি তোলান৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Viral Video: নেহরার স্ত্রী-র সঙ্গে জাদেজা, ক্যামেরা দেখেই ছিটকে সরে বললেন, ‘ইনি আমার সঙ্গে নেই’
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement