West Bengal Weather Update: কোচবিহার ও আলিপুরদুয়ারে ঘন কুয়াশার সতর্কতা। উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। কুয়াশা হবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা এবং নদিয়া ও মুর্শিদাবাদ জেলাতে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা আগামি ৪৮ ঘণ্টায়।
Kolkata Weather Update: আজ অর্থাৎ বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। গতকাল এই তাপমাত্রা ছিল ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ২৫ থেকে ৯৬ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।