রবিবার নিজের ইনস্টাগ্রামে আরও একটি সাহসী পোশাক পরে একাধিক ছবি ও ভিডিও শেয়ার করেছেন উরফি৷ ছবিতে উরফিকে ফ্লোরাল প্রিন্টের একটি ব্যাকলেস গোলাপী রঙের পোশাক পরে পোজ দিতে দেখা গেছে। চুলে উঁচু করে বাঁধা খোঁপা,তার সঙ্গে একটি ছোট ব্যাগ ঝুলিয়ে নিয়েছিলেন তিনি। পোশাকের সঙ্গে ম্যাচিং করে গোলাপী রঙের বড় কানের দুল, মেক আপ করেছেন ফ্যাশনিস্তা৷ ছবির ক্যাপশনে লেখা, পুরোনো শাড়ি থেকেই এই পোশাকটি তৈরি করেছিলেন তিনি৷ ভিডিও ঝড়ের গতিতে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে৷
advertisement
আরও পড়ুন-মাত্র ৩০ বছর বয়সে ডিম্বাণু সংরক্ষণ করেও মা হতে চরম কষ্ট সহ্য করেছিলেন প্রিয়াঙ্কা, কেন জানেন
আরও পড়ুন-রোগা হওয়ার জন্য নিতে হয়েছিল ইঞ্জেকশন! মিমির ফিটনেস সিক্রেট শুনলে চোখ কপালে উঠবে
লো নেক পোশাকে শরীরের একাংশ উন্মুক্ত করেই হট পোজে ভক্তদের পাগল করেছেন উরফি৷ ভিডিওতে দেখা যাচ্ছে, মাথার পেছনের ব্যাগ থেকে লিপস্টিক বার করে সেটা ঠোঁটে লাগিয়ে নিচ্ছেন তিনি৷ উরফির ক্যাপশন দেখে এতক্ষণে সকলে বুঝে গেছেন পুরোনো শাড়ি দিয়েই উদ্ভট এই ফ্যাশন করে সকলের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন। তবে উরফির এই লুক নেটিজেনদের অনেকেই পছন্দ করেন নি । কেউ কেউ আবার তার সৃজনশীলতার জন্য প্রশংসা করছেন৷ একাধিক মন্তব্যে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় পাতা৷ নিত্যদিনই পোশাক নিয়ে বিতর্কের মুখে পড়েন । বিশেষ করে শিরোনামে থাকতেই খুল্লামখুল্লা হওয়াটা যেন জলভাত তাঁর কাছে। সম্প্রতি, উরফি জাভেদ টিভি শো স্প্লিটসভিলার ১৪ তম সিজনে একজন মিসচিফ মেকার হিসাবে উপস্থিত হয়েছিলেন। এছাড়াও খতরো কে খিলাড়ির আসন্ন সিজনের জন্যও তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে উরফি অনুষ্ঠানটি প্রত্যাখ্যান করেছেন বলে জানা গিয়েছে৷