Priyanka Chopra:মাত্র ৩০ বছর বয়সে ডিম্বাণু সংরক্ষণ করেও মা হতে চরম কষ্ট সহ্য করেছিলেন প্রিয়াঙ্কা, কেন জানেন

Last Updated:
Priyanka Chopra: সারোগেসির মাধ্যমে সন্তান ধারণ করা অতটাও যে সহজ নয়, তা জানিয়েছেন অভিনেত্রী৷ 'কোয়ান্টিকো' সিরিজে অভিনয় করার সময় অনেক কষ্টের মধ্য দিতে যেতে হয় অভিনেত্রীকে৷
1/9
 ২০২২ সালের শুরুতেই সারোগেসির মাধ্যমে কন্যাসন্তানের মা হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। তারপর থেকে কম কটাক্ষের মুখে পড়তে হয়নি প্রিয়াঙ্কাকে। কেরিয়ার,শরীর নষ্টের ভয়ে নাকি নিজের গর্ভে সন্তান ধারণ করেননি প্রিয়াঙ্কা,এমন সমস্ত কটাক্ষের মুখেও পড়েছিলেন দেশি গার্ল৷
২০২২ সালের শুরুতেই সারোগেসির মাধ্যমে কন্যাসন্তানের মা হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। তারপর থেকে কম কটাক্ষের মুখে পড়তে হয়নি প্রিয়াঙ্কাকে। কেরিয়ার,শরীর নষ্টের ভয়ে নাকি নিজের গর্ভে সন্তান ধারণ করেননি প্রিয়াঙ্কা,এমন সমস্ত কটাক্ষের মুখেও পড়েছিলেন দেশি গার্ল৷
advertisement
2/9
মা হওয়া যে অতটাও সহজ নয়, তা আগেই বুঝে গিয়েছিলেন৷ তাইতো বিয়ের অনেক আগে থেকেই সন্তান জন্মের প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। মাত্র ৩০ বছর বয়স থেকেই ডিম্বাণু সংরক্ষণ করে রেখেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।
মা হওয়া যে অতটাও সহজ নয়, তা আগেই বুঝে গিয়েছিলেন৷ তাইতো বিয়ের অনেক আগে থেকেই সন্তান জন্মের প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। মাত্র ৩০ বছর বয়স থেকেই ডিম্বাণু সংরক্ষণ করে রেখেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।
advertisement
3/9
প্রিয়াঙ্কা চোপড়া জানিয়েছেন, 'আমি বাচ্চাদের প্রচন্ড ভালবাসি। সবসময়েই বাচ্চা নিতে চেয়েছিলাম। তাই ৩০ বছর বয়সে পা দিতেই আমি ডিম্বাণু সংরক্ষণ করতে শুরু করেছিলাম'।
প্রিয়াঙ্কা চোপড়া জানিয়েছেন, 'আমি বাচ্চাদের প্রচন্ড ভালবাসি। সবসময়েই বাচ্চা নিতে চেয়েছিলাম। তাই ৩০ বছর বয়সে পা দিতেই আমি ডিম্বাণু সংরক্ষণ করতে শুরু করেছিলাম'।
advertisement
4/9
অভিনেত্রীর মা মধু চোপড়ার নিজেই একজন স্ত্রী রোগ বিশেষজ্ঞ, সেক্ষেত্রে মায়ের পরামর্শ মেনেই এই পদক্ষেপ নিয়েছিলেন অভিনেত্রী।
অভিনেত্রীর মা মধু চোপড়ার নিজেই একজন স্ত্রী রোগ বিশেষজ্ঞ, সেক্ষেত্রে মায়ের পরামর্শ মেনেই এই পদক্ষেপ নিয়েছিলেন অভিনেত্রী।
advertisement
5/9
প্রিয়াঙ্কা বলেছেন,'আমি বরাবরই উচ্চাকাঙ্খী, কেরিয়ারেও অনেক বেশি সফল হতে চেয়েছিলাম কিন্তু সেই সময় এমন কাউকে পাইনি যে বাচ্চা নেওয়ার কথা ভাবব তাই মায়ের কথা মেনেই ডিম্বাণু সংরক্ষণ করতে করে রেখেছিলাম'।
প্রিয়াঙ্কা বলেছেন,'আমি বরাবরই উচ্চাকাঙ্খী, কেরিয়ারেও অনেক বেশি সফল হতে চেয়েছিলাম কিন্তু সেই সময় এমন কাউকে পাইনি যে বাচ্চা নেওয়ার কথা ভাবব তাই মায়ের কথা মেনেই ডিম্বাণু সংরক্ষণ করতে করে রেখেছিলাম'।
advertisement
6/9
সারোগেসির মাধ্যমে সন্তান ধারণ করা অতটাও যে সহজ নয়, তা জানিয়েছেন অভিনেত্রী৷ 'কোয়ান্টিকো' সিরিজে অভিনয় করার সময় অনেক কষ্টের মধ্য দিতে যেতে হয় অভিনেত্রীকে৷ প্রায় এক মাস ধরে ইঞ্জেকশন নিতে হয়েছিল তাঁকে৷
সারোগেসির মাধ্যমে সন্তান ধারণ করা অতটাও যে সহজ নয়, তা জানিয়েছেন অভিনেত্রী৷ 'কোয়ান্টিকো' সিরিজে অভিনয় করার সময় অনেক কষ্টের মধ্য দিতে যেতে হয় অভিনেত্রীকে৷ প্রায় এক মাস ধরে ইঞ্জেকশন নিতে হয়েছিল তাঁকে৷
advertisement
7/9
প্রিয়াঙ্কা আরও জানান, শরীরে হরমোনের অনেক তারতম্য হয়েছে৷ একটা সময় পাগল পাগল লাগত৷ ওজনও বেড়ে গিয়েছিল হঠাৎ করে৷ তার উপর পুরো পদ্ধতিটা অনেকটাই ব্যয়বহুল, যার জন্য সঞ্চয়ের প্রয়োজন আগে থেকেই৷
প্রিয়াঙ্কা আরও জানান, শরীরে হরমোনের অনেক তারতম্য হয়েছে৷ একটা সময় পাগল পাগল লাগত৷ ওজনও বেড়ে গিয়েছিল হঠাৎ করে৷ তার উপর পুরো পদ্ধতিটা অনেকটাই ব্যয়বহুল, যার জন্য সঞ্চয়ের প্রয়োজন আগে থেকেই৷
advertisement
8/9
প্রিয়াঙ্কার মতে, যারা সিঙ্গল মাদার, বাচ্চা নেবেন কিনা নিশ্চিত নন, তাদের জন্য এই পদ্ধতিটাই ভাল৷ প্রিয়ঙ্কাও জীবনের একটা সময় পর্যন্ত নিশ্চিত ছিলে না যে ৩০ পেরোনোর পর তার মা হওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা আসবে কিনা৷ তাই আগে থেকেই উদ্যোগ নিয়েছিলেন৷
প্রিয়াঙ্কার মতে, যারা সিঙ্গল মাদার, বাচ্চা নেবেন কিনা নিশ্চিত নন, তাদের জন্য এই পদ্ধতিটাই ভাল৷ প্রিয়ঙ্কাও জীবনের একটা সময় পর্যন্ত নিশ্চিত ছিলে না যে ৩০ পেরোনোর পর তার মা হওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা আসবে কিনা৷ তাই আগে থেকেই উদ্যোগ নিয়েছিলেন৷
advertisement
9/9
 সন্তান ধারণের কথা ভেবেই নিক জোনাসকে ডেটও করতে চাননি তিনি। কারণ নিক ২৫, প্রিয়ঙ্কা ৩৫ পেরিয়ে গেছে, দুজনের বয়সের ফারাকও বিস্তর ছিল। সম্পর্কে জড়ানোর কয়েকমাসের মধ্যেই বিয়ে করেন নিক ও প্রিয়াঙ্কা। বর্তমানে মেয়ে মালতীকে নিয়ে সুখের সংসার নিক-প্রিয়াঙ্কার৷
সন্তান ধারণের কথা ভেবেই নিক জোনাসকে ডেটও করতে চাননি তিনি। কারণ নিক ২৫, প্রিয়ঙ্কা ৩৫ পেরিয়ে গেছে, দুজনের বয়সের ফারাকও বিস্তর ছিল। সম্পর্কে জড়ানোর কয়েকমাসের মধ্যেই বিয়ে করেন নিক ও প্রিয়াঙ্কা। বর্তমানে মেয়ে মালতীকে নিয়ে সুখের সংসার নিক-প্রিয়াঙ্কার৷
advertisement
advertisement
advertisement