Mimi Chakraborty:রোগা হওয়ার জন্য নিতে হয়েছিল ইঞ্জেকশন! মিমির ফিটনেস সিক্রেট শুনলে চোখ কপালে উঠবে

Last Updated:
Mimi Chakraborty: নায়িকা হওয়ার জন্য কী কী কসরত করতে হয়েছে, সেই জার্নির কথাই নিজের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন মিমি চক্রবর্তী।
1/6
একধারে অভিনেত্রী, অন্যদিকে সাংসদ, টলি নায়িকা মিমি চক্রবর্তী সমান তালে সবটা চালিয়ে যাচ্ছেন। ফিগার হোক কিংবা ফোটোশ্যুট টলিপাড়ার অভিনেত্রীরা একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন। তার স্টাইল স্টেটমেন্টে হার মানছে বলি সুন্দরীরাও।
একধারে অভিনেত্রী, অন্যদিকে সাংসদ, টলি নায়িকা মিমি চক্রবর্তী সমান তালে সবটা চালিয়ে যাচ্ছেন। ফিগার হোক কিংবা ফোটোশ্যুট টলিপাড়ার অভিনেত্রীরা একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন। তার স্টাইল স্টেটমেন্টে হার মানছে বলি সুন্দরীরাও।
advertisement
2/6
নায়িকা হওয়ার জন্য কী কী কসরত করতে হয়েছে, সেই জার্নির কথাই নিজের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন নায়িকা। কমলা রঙের পোশাক পরে পুরো অ্যাটিটিউটের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন মিমি৷ সেখানেই পুরোটা খোলসা করেছেন নায়িকা৷
নায়িকা হওয়ার জন্য কী কী কসরত করতে হয়েছে, সেই জার্নির কথাই নিজের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন নায়িকা। কমলা রঙের পোশাক পরে পুরো অ্যাটিটিউটের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন মিমি৷ সেখানেই পুরোটা খোলসা করেছেন নায়িকা৷
advertisement
3/6
 বরাবরই ব্যক্তিগত জিনিস ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন মিমি চক্রবর্তী। কেউ বলেছেন তাকে মোটা, কেউ বলেন ইন্ডাস্ট্রিতে টিকে থাকার তিনি যোগ্য নন। কেউ আবার বলেন কোনও এক্স ফ্যাক্টরই  নাকি তার নেই। এমন একাধিক প্রশ্নের মুখে বারবার পড়তে হয়েছে তাকে৷ এবার সমস্ত প্রশ্নের জবাব দিলেন মিমি।
বরাবরই ব্যক্তিগত জিনিস ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন মিমি চক্রবর্তী। কেউ বলেছেন তাকে মোটা, কেউ বলেন ইন্ডাস্ট্রিতে টিকে থাকার তিনি যোগ্য নন। কেউ আবার বলেন কোনও এক্স ফ্যাক্টরই নাকি তার নেই। এমন একাধিক প্রশ্নের মুখে বারবার পড়তে হয়েছে তাকে৷ এবার সমস্ত প্রশ্নের জবাব দিলেন মিমি।
advertisement
4/6
মিমি লেখেন, এই চেহারার জন্য আমি যে কী কী করেছি, তা বোঝাতে পারব না। রোগা হওয়ার জন্য ইঞ্জেকশন দিয়েছি। পাগলের মতো ভুলভাট ডায়েট করেছি। কিছু কিছু সময় না খেয়েও থেকেছি।এমনকী নিজের ছবি দেখে নিজেরই পছন্দ হতো না। কত মানুষ আমায় কালো বলত, মোটা বলত। তবে দিনের শেষে এসব কিছুর গুরুত্ব থাকে না।
মিমি লেখেন, এই চেহারার জন্য আমি যে কী কী করেছি, তা বোঝাতে পারব না। রোগা হওয়ার জন্য ইঞ্জেকশন দিয়েছি। পাগলের মতো ভুলভাট ডায়েট করেছি। কিছু কিছু সময় না খেয়েও থেকেছি।এমনকী নিজের ছবি দেখে নিজেরই পছন্দ হতো না। কত মানুষ আমায় কালো বলত, মোটা বলত। তবে দিনের শেষে এসব কিছুর গুরুত্ব থাকে না।
advertisement
5/6
মিমি আরও লিখেছেন, আমরা সবাই মানুষ। নিঁখুত হওয়া সম্ভব নয়। যেমন মুখে ব্রণ হলেও আমি তা আনন্দের সঙ্গে উপভোগ করছি। তেমনই কোনও ফিল্টার ছাড়াই এই ছবিগুলো পোস্ট করছি।
মিমি আরও লিখেছেন, আমরা সবাই মানুষ। নিঁখুত হওয়া সম্ভব নয়। যেমন মুখে ব্রণ হলেও আমি তা আনন্দের সঙ্গে উপভোগ করছি। তেমনই কোনও ফিল্টার ছাড়াই এই ছবিগুলো পোস্ট করছি।
advertisement
6/6
সকলের উদ্দেশ্যে মিমি বলেন, কারও হাসিমুখের ছবির সঙ্গে বাস্তবের মিল না ও থাকতে পারে। ছবিতে যারা কটু কথা বলেন, তারা জানেনও না মানুষটা বাস্তবে ঠিক কী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। নিজেকে ভালবাসা ও ভাল রাখা জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত।
সকলের উদ্দেশ্যে মিমি বলেন, কারও হাসিমুখের ছবির সঙ্গে বাস্তবের মিল না ও থাকতে পারে। ছবিতে যারা কটু কথা বলেন, তারা জানেনও না মানুষটা বাস্তবে ঠিক কী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। নিজেকে ভালবাসা ও ভাল রাখা জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত।
advertisement
advertisement
advertisement