উরফি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি নিউজ রিপোর্ট শেয়ার করেছেন এবং প্রকাশ করেছেন যে তাঁর পাসপোর্টে তাঁর একক নাম আছে, উরফি (পরিবর্তিত বানান সহ)। পাসপোর্টে অভিনেত্রীর নামে 'জাভেদ' নেই।
আরও পড়ুন : কোনও কিছু অপছন্দ হলেই রেগে যাই, এটাই আমি: লোপামুদ্রা
উদ্বিগ্ন হয়ে উরফি লিখেছেন, "সুতরাং আমার অফিসিয়াল নাম শুধুমাত্র উরফি, কোনও উপাধি নেই৷ এখন আমি ক্ষুব্ধ।"
advertisement
২১ নভেম্বর কয়েকটি জাতীয় মিডিয়ায় জানানো হয়েছে যে একক নামের কোনো পাসপোর্টধারীকে সংযুক্ত আরব আমিরশাহির দেশ গ্রহণ করবে না।
আরও পড়ুন : কলকাতায় ট্রামে চড়ে হুল্লোড় বরুণ-কৃতির! সঙ্গ দিলেন প্রসেনজিৎ
এক বিবৃতিতে বলা হয়েছে, "যে কোনও পাসপোর্ট ধারক একটি একক নামের (শব্দ) সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহী দেশে প্রবেশাধীকার পাবে না এবং যাত্রীকে INAD হিসাবে বিবেচনা করা হবে।"এই নিয়ম পর্যটক ভিসার জন্য প্রযোজ্য শুধুমাত্র৷
প্রসঙ্গত, সম্প্রতি উরফি জাভেদ তাঁর নতুন লুক শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় একেবারে কাঁপিয়ে দিয়েছেন। উরফি তাঁর নতুন চেহারায় অভিনবত্বের সব সীমা একেবারে পেরিয়ে গেছেন৷ উরফি জাভেদ তাঁর স্তন ঢেকে রেখেছেন দুটি মোবাইল ফোন দিয়ে৷ তাঁর লুক দেখে সকলে বাকরুদ্ধ ও স্তব্ধ। ইউএসবি ওয়্যার দিয়ে দুটি মোবাইল ফোন সংযুক্ত করে উরফি তাঁর স্তনের চারপাশ দিয়ে ঘিরে রেখেছেন। তিনি নীল রঙের কোট এবং প্যান্টের সঙ্গে স্তন ঢেকে রাখার কাণ্ডটি করে ফেলেছেন। এই ভিডিওটি শেয়ার করার সময়, উরফি ক্যাপশনে লিখেছেন "ফুল চার্জড"।