কলকাতায় ট্রামে চড়ে হুল্লোড় বরুণ-কৃতির! সঙ্গ দিলেন প্রসেনজিৎ

Last Updated:
Varun Dhawan in Kolkata : ট্রামে চড়ে কলকাতা দর্শন থেকে বাঙালির মিষ্টি দই-প্রেম, চলতি ফিফা বিশ্বকাপ.. সব বিষয়েই কথা বললেন বলিউড অভিনেতা
1/8
কয়েকদিন আগেই এসেছিলেন কলকাতায়। ফের মঙ্গলবার দুপুরে কলকাতা মজল বরুণ ধাওয়ানে।
কয়েকদিন আগেই এসেছিলেন কলকাতায়। ফের মঙ্গলবার দুপুরে কলকাতা মজল বরুণ ধাওয়ানে।
advertisement
2/8
আগে এসে ট্যাক্সি চড়েছিলেন, আজ এসে ট্রাম চড়ার স্বাদও মিটিয়ে নিলেন ধাওয়ানপুত্র।
আগে এসে ট্যাক্সি চড়েছিলেন, আজ এসে ট্রাম চড়ার স্বাদও মিটিয়ে নিলেন ধাওয়ানপুত্র।
advertisement
3/8
তাঁদের আগামী ছবি 'ভেড়িয়া' এর প্রচারে কলকাতায় বরুণ-কৃতি। ছবিটি আগামী ২৫ তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।
তাঁদের আগামী ছবি 'ভেড়িয়া' এর প্রচারে কলকাতায় বরুণ-কৃতি। ছবিটি আগামী ২৫ তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।
advertisement
4/8
এর আগে ভবানীপুর কলেজের সামনে গাড়ির ছাদে উঠে সামনে উপস্থিত সকলের দিকে তাকিয়ে হাত নাড়লেন, সেলফি তুললেন বরুণ-কৃতি।
এর আগে ভবানীপুর কলেজের সামনে গাড়ির ছাদে উঠে সামনে উপস্থিত সকলের দিকে তাকিয়ে হাত নাড়লেন, সেলফি তুললেন বরুণ-কৃতি।
advertisement
5/8
ট্রামে চড়ে কলকাতা দর্শন থেকে বাঙালির মিষ্টি দই-প্রেম, চলতি ফিফা বিশ্বকাপ.. সব বিষয়েই কথা বললেন বলিউড অভিনেতা।
ট্রামে চড়ে কলকাতা দর্শন থেকে বাঙালির মিষ্টি দই-প্রেম, চলতি ফিফা বিশ্বকাপ.. সব বিষয়েই কথা বললেন বলিউড অভিনেতা।
advertisement
6/8
বরুণ-কৃতির খুনসুটিতে মজল শহর কলকাতা।
বরুণ-কৃতির খুনসুটিতে মজল শহর কলকাতা।
advertisement
7/8
বরুণের জন্যই ‘ভেড়িয়া’র প্রচারে যোগ দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
বরুণের জন্যই ‘ভেড়িয়া’র প্রচারে যোগ দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
advertisement
8/8
শুধু তাই নয়, বুম্বা দা গলাও ফাটালেন বলি-অভিনেতার হয়ে।
শুধু তাই নয়, বুম্বা দা গলাও ফাটালেন বলি-অভিনেতার হয়ে।
advertisement
advertisement
advertisement