TRENDING:

Aditya Singh Rajput Death: ফের মৃত্যু বলি তারকার! বাথরুম থেকে মিলল অভিনেতা আদিত্য সিং রাজপুতের নিথর দেহ

Last Updated:

Aditya Singh Rajput Death: মৃত্যু হল প্রখ্যাত অভিনেতা, মডেল, কাস্টিং কোঅর্ডিনেটর আদিত্য সিং রাজপুতের। বাথরুম থেকে নিথর দেহ উদ্ধার হল নায়কের। পুলিশের প্রাথমিক অনুমান, ড্রাগের ওভাগডোজে মৃত্যু হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: ফের ভয়ানক ঘটনা বিনোদন জগতে। আবারও মৃত্যু অভিনেতার। শোকের ছায়া গ্রাস করল গ্ল্যামার দুনিয়াকে। মৃত্যু হল প্রখ্যাত অভিনেতা, মডেল, কাস্টিং কোঅর্ডিনেটর আদিত্য সিং রাজপুতের। বাথরুম থেকে নিথর দেহ উদ্ধার হল নায়কের। পুলিশের প্রাথমিক অনুমান, ড্রাগের ওভারডোজে মৃত্যু হয়েছে।
প্রয়াত আদিত্য সিং রাজপুত
প্রয়াত আদিত্য সিং রাজপুত
advertisement

সংবাদমাধ্যমের খবর, তাঁকে যখন হাসপাতালে আনা হয়েছে, ততক্ষণে মৃত্যু হয়ে গিয়েছে। জানা যায়, এক বন্ধু তাঁর দেহ উদ্ধার করেছেন বাথরুম থেকে। সেই বন্ধুই বাড়ির দারোয়ানের সাহায্য নিয়ে তাঁকে কাছাকাছি এক হাসপাতালে নিয়ে যান।

সূত্রের দাবি, মাদকাসক্ত ছিলেন আদিত্য। ড্রাগ ওভারডোজেই মৃত্যু হয়েছে তাঁর। দিল্লিতেই জন্ম ‘স্প্লিসটভিলা’ রিয়্যালিটি শো খ্যাত অভিনেতার। মুম্বইয়ে এসে মডেল হিসেবে কাজ শুরু করেছিলেন তিনি। সিরিয়াল ছাড়াও একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি।

advertisement

আরও পড়ুন: প্রয়াত অভিনেতা শরৎবাবু! মৃত্যুর ভুয়ো খবর রটার সপ্তাহখানেক বাদেই চলে গেলেন নায়ক

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

‘ক্রান্তিবীর’, ‘ম্যায়নে গান্ধি কো নেহি মারা’ ছবিতে অভিনয় করেছেন। এ ছাড়া ‘স্প্লিসটভিলা’র ৯ নম্বর সিজনে প্রবল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। ”লাভ, ‘আশিকি’, ‘ব্যাড বয় সিজন ৪’-র মতো একাধিক টেলিভিশন শো-তে কাজ করেছেন তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Aditya Singh Rajput Death: ফের মৃত্যু বলি তারকার! বাথরুম থেকে মিলল অভিনেতা আদিত্য সিং রাজপুতের নিথর দেহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল