সংবাদমাধ্যমের খবর, তাঁকে যখন হাসপাতালে আনা হয়েছে, ততক্ষণে মৃত্যু হয়ে গিয়েছে। জানা যায়, এক বন্ধু তাঁর দেহ উদ্ধার করেছেন বাথরুম থেকে। সেই বন্ধুই বাড়ির দারোয়ানের সাহায্য নিয়ে তাঁকে কাছাকাছি এক হাসপাতালে নিয়ে যান।
সূত্রের দাবি, মাদকাসক্ত ছিলেন আদিত্য। ড্রাগ ওভারডোজেই মৃত্যু হয়েছে তাঁর। দিল্লিতেই জন্ম ‘স্প্লিসটভিলা’ রিয়্যালিটি শো খ্যাত অভিনেতার। মুম্বইয়ে এসে মডেল হিসেবে কাজ শুরু করেছিলেন তিনি। সিরিয়াল ছাড়াও একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি।
advertisement
আরও পড়ুন: প্রয়াত অভিনেতা শরৎবাবু! মৃত্যুর ভুয়ো খবর রটার সপ্তাহখানেক বাদেই চলে গেলেন নায়ক
‘ক্রান্তিবীর’, ‘ম্যায়নে গান্ধি কো নেহি মারা’ ছবিতে অভিনয় করেছেন। এ ছাড়া ‘স্প্লিসটভিলা’র ৯ নম্বর সিজনে প্রবল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। ”লাভ, ‘আশিকি’, ‘ব্যাড বয় সিজন ৪’-র মতো একাধিক টেলিভিশন শো-তে কাজ করেছেন তিনি।