TRENDING:

রেহাই নেই! তুনিশা শর্মা মৃত্যুকাণ্ডে ফের পুলিশি হেফাজতের মেয়াদ বাড়ল সিজানের

Last Updated:

২৫ ডিসেম্বর গ্রেফতার হন তুনিশার সহ-অভিনেতা তথা প্রেমিক সিজান খান। তার পর দিন আদালতে তোলা হয় তাঁকে। সিজানকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: এক সপ্তাহ পার হতে চলল। গত শনিবার মুম্বইয়ের একটি ধারাবাহিকের মেকআপ রুম থেকে উদ্ধার হয়েছে তুনিশা শর্মার নিথর দেহ। পুলিশের প্রাথমিক অনুমান, তিনি আত্মঘাতী হয়েছিলেন। এর পর তদন্ত যত এগিয়েছে সামনে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। গ্রেফতার হয়েছেন অভিনেত্রীর প্রেমিক সিজান খান। এ বার তাঁর পুলিশি হেফাজতের মেয়াদ বাড়ল। জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ ৩১ ডিসেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে থাকতে হবে তাঁকে।
advertisement

২৫ ডিসেম্বর গ্রেফতার হন তুনিশার সহ-অভিনেতা তথা প্রেমিক সিজান খান। তার পর দিন আদালতে তোলা হয় তাঁকে। সিজানকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। শুক্রবার ফের সেই মেয়াদ বাড়ানোর নির্দেশ দেয় ভাসাই কোর্ট।

আরও পড়ুন: অরিজিৎ সিং-এর শো হচ্ছে, একই তারিখে ইকোপার্কের পরিবর্তে অ্যাকোয়াটিকায়

advertisement

আরও পড়ুন: সামনেই পঞ্চায়েত নির্বাচন! নয়া প্রতিশ্রুতি দেনুড় গ্রাম পঞ্চায়েত প্রধানের

আরও পড়ুন: পিকনিকে গিয়ে ধুন্ধুমার কাণ্ড! বাবা-ছেলেকে মারধর, পুড়ে ছারখার তাঁত ঘর

শুরু থেকেই তুনিশার মৃত্যুর জন্য সিজানকে কাঠগড়ায় তোলা হয়েছে। প্রয়াত অভিনেত্রীর পরিবারের দাবি, প্রেমিকের বিশ্বাসঘাতকতা মেনে না নিতে পেরেই এই চরম সিদ্ধান্ত নেন তুনিশা। এ বিষয়ে সিজানের আইনজীবী শৈলেন্দ্র মিশ্রের দাবি, তাঁর মক্কেলকে ফাঁসানো হচ্ছে। তাঁর কথায়, "সিজান নির্দোষ। ওকে ফাঁসানো হচ্ছে কারণ ভবিষ্যতে এই নিয়ে চাপ আসতে পারে। ওকে অকারণে আটক করা হয়েছে। যে কোনও দিক থেকে তদন্ত করে দেখা যেতে পারে।"

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
রেহাই নেই! তুনিশা শর্মা মৃত্যুকাণ্ডে ফের পুলিশি হেফাজতের মেয়াদ বাড়ল সিজানের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল