TRENDING:

Bengali Serial TRP: জগদ্ধাত্রী হারাল সেরার খেতাব! সূর্য-দীপার মুখে ফুটল হাসি, সেরার সেরা কোন মেগা

Last Updated:

এই সপ্তাহে টিআরপি তালিকায় বিরাট অদলবদল। তবে এক সময়ের বেঙ্গল টপার মেগা ‘অনুরাগের ছোঁয়া’ তাঁর জায়গা হারালেও সেরা পাঁচে জায়গা করতে পেরেছে। টিআরপি টপারের খেতাব হারাল 'জগদ্ধাত্রী'।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এই সপ্তাহে টিআরপি তালিকায় বিরাট অদলবদল। তবে এক সময়ের বেঙ্গল টপার মেগা ‘অনুরাগের ছোঁয়া’ তাঁর জায়গা হারালেও সেরা পাঁচে জায়গা করতে পেরেছে। মিশকার সূর্যর জীবনে ফিরে আসে, দীপা-সূর্যের আবার ভুল বোঝাবুঝি সবটা মিলিয়ে ‘অনুরাগের ছোঁয়া’র থেকে দর্শকদের আগ্রহ হারিয়ে ছিলেন তবে আবার এই মেগা জায়গা করে নিচ্ছে দর্শকদের মনে।
advertisement

অন্যদিকে, টিআরপি টপারের খেতাব হারাল ‘জগদ্ধাত্রী’। এবার এই ধারাবাহিক দ্বিতীয় স্থানে তাঁর সঙ্গে যুগ্ম ভাবে দ্বিতীয় হয়েছে ‘নিম ফুলের মধু’। আগের সপ্তাহে এই মেগা ছিল তৃতীয় স্থানে। অন্যদিকে সকলকে চমক দিয়ে এবার সেরার সেরা ‘ফুলকি’। মেগার ঝুলিতে ৮.৫ নম্বর। আগের সপ্তাহে এই ধারাবাহিক ছিল দ্বিতীয় স্থানে।

আরও পড়ুন: অনুরাগের ছোঁয়া কি জায়গা পেল সেরা পাঁচে? শেষ হাসি হাসল কে? টিআরপিতে বিরাট রদবদল

advertisement

অন্যদিকে, নতুন শুরু হওয়া মেগা ‘গীতা LLB’ এবার সেরা তিনে। আগের সপ্তাহে এই মেগা ছিল সপ্তমে এবার বিরাট চমক দিয়ে মেগা একেবারে তৃতীয় স্থানে জায়গা করে নিল।

আরও পড়ুন: সেরা পাঁচ থেকে ছিটকে গেল সূর্য-দীপা! কে হল টিআরপি টপার? তালিকায় বড় চমক

‘তোমাদের রাণী’ গত সপ্তাহের মতো এই সপ্তাহেও রইল পঞ্চমেই। তবে চতুর্থ থেকে ষষ্ঠ নেমে এল ‘কার কাছে কই মনের কথা’। শিমূলের শাশুড়িকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্তই কী টিআরপি পতনের কারণ? অন্যদিকে, এই মেগার সঙ্গে  ষষ্ঠ স্থানেই জায়গা করে নিল  ‘জল থই থই ভালোবাসা’। আগের সপ্তাহে এই মেগা ছিল দশমে। তোতার বিপদে কোজাগরীর এই অভাবনীয় পদক্ষেপই বাড়ালো মেগার নম্বর। ১৭ ডিসেম্বর শেষ সম্প্রচার হবে ‘রাঙা বউ’-এর। তাঁর আগে মেগা এই সপ্তাহেও সেরা দশে জায়গা করে নিল।

advertisement

দেখে নিন টিআরপি তালিকায় কে কোন স্থানে

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রথম  ফুলকি
দ্বিতীয় নিম ফুলের মধু, জগদ্ধাত্রী 
 তৃতীয় গীতা LLB
চতুর্থ অনুরাগের ছোঁয়া
পঞ্চম তোমাদের রাণী
 ষষ্ঠ  কার কাছে কই মনের কথা,  জল থই থই ভালোবাসা 
সপ্তম লাভ বিয়ে আজকাল
অষ্টম  তুঁতে
নবম  সন্ধ্যাতারা 
দশম রাঙা বউ

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Serial TRP: জগদ্ধাত্রী হারাল সেরার খেতাব! সূর্য-দীপার মুখে ফুটল হাসি, সেরার সেরা কোন মেগা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল