Bengali Serial TRP: সেরা পাঁচ থেকে ছিটকে গেল সূর্য-দীপা! কে হল টিআরপি টপার? তালিকায় বড় চমক
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
গত কয়েক সপ্তাহে টিআরপি তালিকায় বিরাট অদলবদল হয়েছে। বেঙ্গল টপার মেগা 'অনুরাগের ছোঁয়া' হারিয়েছে তার জায়গা, শুধু তাই নয়, এবার সেরা পাঁচেও করতে পারেনি জায়গা।
কলকাতা: গত কয়েক সপ্তাহে টিআরপি তালিকায় বিরাট অদলবদল হয়েছে। বেঙ্গল টপার মেগা ‘অনুরাগের ছোঁয়া’ হারিয়েছে তার জায়গা, শুধু তাই নয়, এবার সেরা পাঁচেও করতে পারেনি জায়গা। মিশকার সূর্যর জীবনে ফিরে আসে, দীপা-সূর্যর ডিভোর্স সবটা মিলিয়ে ‘অনুরাগের ছোঁয়া’র থেকে দর্শকদের আগ্রহ হারিয়েছে। তবে এই মেগায় এবার অর্জুন চক্রবর্তীকে আনা হয়েছে, সেই চমক দর্শকদের আবার এই মেগা-মুখী করতে পারে কি না সেটাই দেখার।
গত সপ্তাহে টিআরপি সেরা ছিল ছিল ‘নিম ফুলের মধু’ ও ‘কার কাছে কই মনের কথা’। কিন্তু এবার সেই জায়গা দখল করে নিল ‘জগদ্ধাত্রী’। এই সপ্তাহে মেগা সেরার সেরা। দ্বিতীয় স্থানে চলে গেল ‘নিম ফুলের মধু’। কিন্তু ‘কার কাছে কই মনের কথা’ নিজের জায়গা ধরে রাখতে পারল না, তৃতীয় স্থানে নেমে এল। পাশাপাশি এই মেগার সঙ্গে একই সঙ্গে জায়গা করে নিয়েছে আরও একটি মেগা ‘ফুলকি’। শিমূলের নতুন লড়াইয়ে সাক্ষী হতে মুখিয়ে দর্শকরা।
advertisement
advertisement
৬.৯ পেয়ে চতুর্থ স্থানে জায়গা করে নিল ‘তোমাদের রাণী’। পাশাপাশি সেরা পাঁচে ‘সন্ধ্যাতারা’। তারপর জায়গা পেল ‘অনুরাগের ছোঁয়া’। রইল চমক দিল জল ‘থই থই ভালোবাসা’। পাশাপাশি রাঙা বউ, তুঁত, Love বিয়ে আজকাল, ইচ্ছে পুতুলও জায়গা করে নিয়েছে সেরা দশে।
advertisement
দেখে নিন টিআরপি তালিকায় কে কোন স্থানে
প্রথম | জগদ্ধাত্রী |
দ্বিতীয় | নিম ফুলের মধু |
তৃতীয় | ফুলকি, কার কাছে কই মনের কথা |
চতুর্থ | তোমাদের রাণী |
পঞ্চম | সন্ধ্যাতারা |
ষষ্ঠ | অনুরাগের ছোঁয়া |
সপ্তম | রাঙা বউ |
অষ্টম | তুঁতে |
নবম | Love বিয়ে আজকাল |
দশম | ইচ্ছে পুতুল |
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 23, 2023 5:44 PM IST