Bengali Serial TRP: সেরা পাঁচ থেকে ছিটকে গেল সূর্য-দীপা! কে হল টিআরপি টপার? তালিকায় বড় চমক

Last Updated:

গত কয়েক সপ্তাহে টিআরপি তালিকায় বিরাট অদলবদল হয়েছে। বেঙ্গল টপার মেগা 'অনুরাগের ছোঁয়া' হারিয়েছে তার জায়গা, শুধু তাই নয়, এবার সেরা পাঁচেও করতে পারেনি জায়গা।

কলকাতা: গত কয়েক সপ্তাহে টিআরপি তালিকায় বিরাট অদলবদল হয়েছে। বেঙ্গল টপার মেগা ‘অনুরাগের ছোঁয়া’ হারিয়েছে তার জায়গা, শুধু তাই নয়, এবার সেরা পাঁচেও করতে পারেনি জায়গা। মিশকার সূর্যর জীবনে ফিরে আসে, দীপা-সূর্যর ডিভোর্স সবটা মিলিয়ে ‘অনুরাগের ছোঁয়া’র থেকে দর্শকদের আগ্রহ হারিয়েছে। তবে এই মেগায় এবার অর্জুন চক্রবর্তীকে আনা হয়েছে, সেই চমক দর্শকদের আবার এই মেগা-মুখী করতে পারে কি না সেটাই দেখার।
গত সপ্তাহে টিআরপি সেরা ছিল ছিল ‘নিম ফুলের মধু’ ও ‘কার কাছে কই মনের কথা’। কিন্তু এবার সেই জায়গা দখল করে নিল ‘জগদ্ধাত্রী’। এই সপ্তাহে মেগা সেরার সেরা।  দ্বিতীয় স্থানে চলে গেল ‘নিম ফুলের মধু’। কিন্তু ‘কার কাছে কই মনের কথা’ নিজের জায়গা ধরে রাখতে পারল না,  তৃতীয় স্থানে নেমে এল। পাশাপাশি এই মেগার সঙ্গে একই সঙ্গে  জায়গা করে নিয়েছে আরও একটি মেগা ‘ফুলকি’।  শিমূলের নতুন লড়াইয়ে সাক্ষী হতে মুখিয়ে দর্শকরা।
advertisement
advertisement
৬.৯ পেয়ে  চতুর্থ স্থানে জায়গা করে নিল ‘তোমাদের রাণী’। পাশাপাশি সেরা পাঁচে  ‘সন্ধ্যাতারা’। তারপর জায়গা পেল ‘অনুরাগের ছোঁয়া’। রইল  চমক দিল  জল ‘থই থই ভালোবাসা’। পাশাপাশি রাঙা বউ, তুঁত,  Love বিয়ে আজকাল, ইচ্ছে পুতুলও জায়গা করে নিয়েছে সেরা দশে।
advertisement
দেখে নিন টিআরপি তালিকায় কে কোন স্থানে
প্রথম জগদ্ধাত্রী
দ্বিতীয়নিম ফুলের মধু
তৃতীয়ফুলকি, কার কাছে কই মনের কথা
চতুর্থতোমাদের রাণী
পঞ্চমসন্ধ্যাতারা
ষষ্ঠঅনুরাগের ছোঁয়া
সপ্তমরাঙা বউ
অষ্টমতুঁতে
নবম Love বিয়ে আজকাল
দশমইচ্ছে পুতুল
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Serial TRP: সেরা পাঁচ থেকে ছিটকে গেল সূর্য-দীপা! কে হল টিআরপি টপার? তালিকায় বড় চমক
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement