Bengali Serial TRP: অনুরাগের ছোঁয়া কি জায়গা পেল সেরা পাঁচে? শেষ হাসি হাসল কে? টিআরপিতে বিরাট রদবদল

Last Updated:

গত কয়েক সপ্তাহে টিআরপি তালিকায় বিরাট অদলবদল হয়েছে। টপারের স্থানে নিজের জায়গা ধরে রাখল 'জগদ্ধাত্রী'।

কলকাতা: গত কয়েক সপ্তাহে টিআরপি তালিকায় বিরাট অদলবদল হয়েছে। বেঙ্গল টপার মেগা ‘অনুরাগের ছোঁয়া’ হারিয়েছে তার জায়গা, শুধু তাই নয়,  সেরা পাঁচেও করতে পারেনি জায়গা। মিশকার সূর্যর জীবনে ফিরে আসে, দীপা-সূর্যের দূরত্ব সবটা মিলিয়ে ‘অনুরাগের ছোঁয়া’র থেকে দর্শকদের আগ্রহ হারিয়েছে। এবার এই মেগা ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে।
টপারের স্থানে নিজের জায়গা ধরে রাখল ‘জগদ্ধাত্রী’। ৮.৫ পেয়ে আবার সেরার সেরা এই মেগা। দ্বিতীয় স্থান  ‘ফুলকি’, ঝুলিতে ৮.০ নম্বর। মাত্র .১ নম্বর কম পেয়ে জন্য দ্বিতীয় স্থান হাতছাড়া হল পর্ণা আর সৃজনের। তৃতীয় স্থানে ‘নিম ফুলের মধু’।
advertisement
advertisement
চার নম্বরে ‘কার কাছে কই মনের কথা’। দেওরের বিয়েতে কোমর বেঁধেছে শিমূল। শ্বশুর বাড়িতে লড়াই আরও বাড়বে নাকি এবার কাছাকাছি আসবে দুই জা? সেটাই দেখার।
তোমাদের রাণী জায়গা করে নিয়েছেন পঞ্চম স্থানে, তাঁর ঝুলিতে ৭.০ নম্বর। অন্যদিকে, ‘Love বিয়ে আজকাল’-এ বদলেছে শ্রাবণের মুখ এসেছেন তৃণা। নায়িকা বদল নিয়ে নানা সমস্যা সৃষ্টি হলেও সেরা দশে নিজের জায়গা ধরে রাখল মেগা। অন্যদিকে নতুন মেগা ‘গীতা LLB’ টেক্কা দিল ‘সন্ধ্যাতারা’, ‘Love বিয়ে আজকাল’ ও ‘জল থই থই ভালোবাসা’কে। জায়গা করে নিল অষ্টম স্থানে।
advertisement
দেখে নিন টিআরপি তালিকায় কে কোন স্থানে
প্রথমজগদ্ধাত্রী
দ্বিতীয় ফুলকি
তৃতীয়নিম ফুলের মধু
চতুর্থকার কাছে কই মনের কথা
পঞ্চমতোমাদের রাণী 
ষষ্ঠঅনুরাগের ছোঁয়া
সপ্তমগীতা LLB
অষ্টমসন্ধ্যাতারা
নবমLove বিয়ে আজকাল 
দশমজল থই থই ভালোবাসা
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Serial TRP: অনুরাগের ছোঁয়া কি জায়গা পেল সেরা পাঁচে? শেষ হাসি হাসল কে? টিআরপিতে বিরাট রদবদল
Next Article
advertisement
চাকরিহারা শিক্ষকদের পুরনো চাকরিতে ফেরানোর প্রক্রিয়া শুরু, বৃহস্পতিবার ১৬৬জনকে নিয়োগপত্র দেবে পর্ষদ
চাকরিহারা শিক্ষকদের পুরনো চাকরিতে ফেরানোর প্রক্রিয়া শুরু, ১৬৬জনকে নিয়োগপত্র দেবে পর্ষদ
  • চাকরিহারা ১৬৬ শিক্ষককে বৃহস্পতিবার পুনর্নিয়োগপত্র দেবে পর্ষদ

  • ২০১৬ সালের নিয়োগের আগে চাকরি পাওয়া শিক্ষকরা পুরনো চাকরিতে ফিরবেন

  • চার হাজারেরও বেশি চাকরিহারা শিক্ষকদের পুরনো চাকরিতে ফেরানোর অনুমোদন

VIEW MORE
advertisement
advertisement