টপারের স্থানে নিজের জায়গা ধরে রাখল ‘জগদ্ধাত্রী’। ৮.৫ পেয়ে আবার সেরার সেরা এই মেগা। দ্বিতীয় স্থান ‘ফুলকি’, ঝুলিতে ৮.০ নম্বর। মাত্র .১ নম্বর কম পেয়ে জন্য দ্বিতীয় স্থান হাতছাড়া হল পর্ণা আর সৃজনের। তৃতীয় স্থানে ‘নিম ফুলের মধু’।
আরও পড়ুন: সেরা পাঁচ থেকে ছিটকে গেল সূর্য-দীপা! কে হল টিআরপি টপার? তালিকায় বড় চমক
advertisement
চার নম্বরে ‘কার কাছে কই মনের কথা’। দেওরের বিয়েতে কোমর বেঁধেছে শিমূল। শ্বশুর বাড়িতে লড়াই আরও বাড়বে নাকি এবার কাছাকাছি আসবে দুই জা? সেটাই দেখার।
আরও পড়ুন: রচনার সঙ্গে মহারাজের জোর টক্কর! কে করলেন বাজিমাত? দেখুন
তোমাদের রাণী জায়গা করে নিয়েছেন পঞ্চম স্থানে, তাঁর ঝুলিতে ৭.০ নম্বর। অন্যদিকে, ‘Love বিয়ে আজকাল’-এ বদলেছে শ্রাবণের মুখ এসেছেন তৃণা। নায়িকা বদল নিয়ে নানা সমস্যা সৃষ্টি হলেও সেরা দশে নিজের জায়গা ধরে রাখল মেগা। অন্যদিকে নতুন মেগা ‘গীতা LLB’ টেক্কা দিল ‘সন্ধ্যাতারা’, ‘Love বিয়ে আজকাল’ ও ‘জল থই থই ভালোবাসা’কে। জায়গা করে নিল অষ্টম স্থানে।
দেখে নিন টিআরপি তালিকায় কে কোন স্থানে
প্রথম | জগদ্ধাত্রী |
দ্বিতীয় | ফুলকি |
তৃতীয় | নিম ফুলের মধু |
চতুর্থ | কার কাছে কই মনের কথা |
পঞ্চম | তোমাদের রাণী |
ষষ্ঠ | অনুরাগের ছোঁয়া |
সপ্তম | গীতা LLB |
অষ্টম | সন্ধ্যাতারা |
নবম | Love বিয়ে আজকাল |
দশম | জল থই থই ভালোবাসা |