অভিনেত্রী নুসরত জাহান ইনস্টাগ্রাম স্টোরিতে লিখছেন, "খুব তাড়াতাড়ি চলে গেলেন। এই খবর সত্যিই হৃদয় বিদাড়ক। এখনও বিশ্বাস করতে পারছি না। আপনার আত্মার শান্তি কামনা করি।" টলি অভিনেতা জিৎ ইনস্টাগ্রামে পোস্টে লেখেন, "এটা সত্যি হতে পারে না। এটা চমকে যাওয়ার মতো খবর।"
advertisement
টেলি অভিনেতা নীল ভট্টাচার্য সিদ্ধার্থের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে লিখছেন, "জীবন খুব ছোট। ভালোবাসা ছড়িয়ে দিন, হাসিখুশি থাকুন। জীবন সব সময়ে দ্বিতীয় সুযোগ দেয় না। সিদ্ধার্থ শুক্লার আত্মার শান্তি কামনা করি।" এছাড়াও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্য়ায়, কৌশানী মুখোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্য়ায় সহ আরও অনেকে সিদ্ধার্থের আকস্মিক মৃত্যুতে স্তব্ধ।
শুধু ছোট পর্দা নয়। বলিউডে বড় পর্দাতেও কাজ করেছেন সিদ্ধার্থ। ২০১৪ সালে 'হাম্পটি শর্মা কি দুলহানিয়া' ছবিতে কাজ করেছিলেন তিনি। বলিউডের বরুণ ধাওয়ান, ভিকি কৌশল, রাজকুমার রাও, বিক্রান্ত মাসে, অজয় দেবগন, শিল্পা শেট্টি, মাধুরী দিক্ষীত, রিতেশ দেশমুখ, ফারহা খান সহ হিন্দি টেলিভিশনের অভিনেতারা সিদ্ধার্থের মৃত্যুতে তাঁর পরিবারকে সমবেদনা জানিয়েছেন।
আরও পড়ুন: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বিগ বস ১৩-এর বিজয়ী সিদ্ধার্থ শুক্লা
২০০৮ সালে 'বাবুল কা আঙ্গান ছুটে না' ধারাবাহিক দিয়ে অভিনয় জগতে পা দেন সিদ্ধার্থ। এর পরে 'আহাট', 'সিআইডি'র মতো ধারাবাহিকে কাজ করেছেন তিনি। তবে 'বালিকা বধূ' ও 'দিল সে দিল তক' ধারাবাহিকে তিনি সবচেয়ে বেশি পরিচিতি পান। 'বিগ বস' ছাড়াও 'ফিয়ার ফ্যাক্টর: খতরো কে খিলাড়ি'-তেও তিনিই জয়ী হয়েছিলেন। সম্প্রতি বেশ কিছু মিউজিক ভিডিওতেও কাজ করেছেন তিনি।