ক্রিকেটে পারদর্শী এক মেয়ের গল্প রয়েছে এই ধারাবাহিকে। তিন নম্বরে রয়েছে জি বাংলারই আরও একটি ধারাবাহিক 'করুণাময়ী রাণী রাসমণী'। এরও রেটিং পয়েন্ট ৮.১। চার নম্বরে রয়েছে জি বাংলা 'যমুনা ঢাকি' যার রেটিং পয়েন্ট এই সপ্তাহে ৮। পাঁচ নম্বরে এই সপ্তাহে রয়েছে মোট তিনটি ধারাবাহিক। জি বাংলা থেকে রয়েছে 'সর্বজয়া'। প্রথম দিকে এই ধারাবাহিক টিআরপি তালিকায় উপরের দিকে থাকলেও এখন অনেকটাই পিছিয়ে পড়েছে। এর রেটিং পয়েন্ট এখন ৭.৫।
advertisement
অন্যদিকে পাঁচ নম্বরে রয়েছে স্টার জলসার 'খড়কুটো' ও 'ধুলোকণা'। 'খড়কুটো'য়ে এখন গুনগুন ও সৌজন্যের প্রেমে মজেছেন দর্শকরা। ড্যাডির চোখে ধুলো দিয়ে সৌজন্যের সঙ্গে দেখা করছে গুনগুন। দুটি ধারাবাহিকের রেটিং পয়েন্ট ৭.৫। ছয় নম্বরে রয়েছে স্টার জলসার মন ফাগুন। এই ধারাবাহিকের রেটিং পয়েন্ট ৬.৯।
সাত নম্বরে রয়েছে দুটি ধারাবাহিক। জি বাংলার এই পথ যদি না শেষ হয় এবং স্টার জলসার 'শ্রীময়ী'। দুটি ধারাবাহিকেরই রেটিং পয়েন্ট ৬.৫। আট নম্বরে রয়েছে জি বাংলার 'কৃষ্ণকলি' এবং স্টার জলসার 'গঙ্গারাম' ও 'খেলাঘর। তিনটিরই রেটিং পয়েন্ট ৫.৮। নম্বরে রয়েছে স্টার জলাসর 'মহাপীঠ তারাপীঠ' ও জি বাংলার 'কড়িখেলা'। দুটিরই রেটিং পয়েন্ট ৫.৭। রেটিং তালিকার ১০ নম্বরে রয়েছে স্টার জলসার 'দেশের মাটি' ও 'বরণ'। রেটিং পয়েন্ট ৫.৪।
আরও পড়ুন- মাস্ক না পরে বিমানবন্দরে ঢুকে পড়লেন কঙ্গনা! নেটিজেনরা রেগে আগুন, তুমুল ট্রোলড অভিনেত্রী
১) মিঠাই- ১০.৮
২) অপরাজিতা অপু- ৮.৪
৩) উমা, করুণাময়ী রাণী রাসমণী- ৮.১
৪) যমুনা ঢাকি- ৮
৫) খড়কুটো, ধুলোকণা, সর্বজয়া- ৭.৫
৬) মন ফাগুন- ৬.৯
৭) এই পথ যদি না শেষ হয়, শ্রীময়ী- ৬.৫
৮) কৃষ্ণকলি, গঙ্গারাম, খেলাঘর- ৫.৮
৯) মহাপীঠ তারাপীঠ, কড়িখেলা- ৫.৭
১০) দেশের মাটি, বরণ- ৫.৪
আরও পড়ুন- অষ্টমী-নবমী কী প্ল্যান, পুজোর সাজ কেমন হবে এবার? খোলামেলা আড্ডায় সৌরসেনী