কী কারণে ব্রেক আপ তা নিয়েও জলঘোলা চলেছে বিস্তর। তবে এসবের মধ্যেই শোনা যাচ্ছে, টাইগারের জীবনে এসেছেন এক নতুন অভিনেত্রী। শোনা যাচ্ছে অভিনেত্রী আকাঙ্ক্ষ্যা শর্মার সঙ্গে নাকি এখন ডেট করছেন টাইগার। বিটাউনে কান পাতলে এমনই নাকি শোনা যাচ্ছে। 'ক্যাসানোভা' মিউজিক ভিডিওয় টাইগারের সঙ্গে কাজ করেছেন আকাঙ্ক্ষ্যা। এছাড়াও এই জুটিকে আর একটি মিউজিক ভিডিও 'আই অ্যাম এ ডিস্কো ডান্সার ২.০'-তেও দেখা গিয়েছে।
advertisement
আরও পড়ুন- ধার করে পোশাক পরেন সোনম? সিক্রেট ফাঁস হতেই চোখ কপালে করণ জোহরের
বেশ কিছু বিজ্ঞাপন দিয়ে কেরিয়ার শুরু করেন আকাঙ্ক্ষ্যা। মহেশ বাবু থেকে বরুণ ধাওয়ানদের মতো অভিনেতাদের সঙ্গে বিজ্ঞাপনে কাজ করেছেন। তেলুগু ছবি ত্রিবিক্রমা থেকে অভিনয়ের হাতেখড়ি তাঁর। সম্প্রতি টাইগারের জন্মদিনে তাঁকে ইনস্টাগ্রামে আকাঙ্ক্ষ্যার সঙ্গে কথা বলতে দেখা যায়। আর তার পর থেকেই গুঞ্জন শুরু।
আরও পড়ুন- ফের খবরে শেহনাজ গিল! স্নিগ্ধ সাজ ও সারল্যে ফের মাতালেন নেটিজেনদের
দিশার সঙ্গে দীর্ঘ ৬ বছর সম্পর্ক ছিল টাইগারের। সেই সম্পর্কে ইতি টেনেছেন দুইজন। প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে দিশার ছবি এক ভিলেন রিটার্নস। এছাড়াও তাঁর হাতে আছে প্রোজেক্ট কে, যোধা, কেটিনা। অন্যদিকে টাইগারের হাতে আছে স্ক্রু ঢিলা ও গণপথ নামে দুটি ছবি।