TRENDING:

Tiger Shroff : দিশার সঙ্গে ব্রেক আপ হতে না হতেই নতুন প্রেম? আকাঙ্ক্ষ্যার সঙ্গে টাইগারের গুঞ্জন

Last Updated:

Tiger Shroff : কী কারণে ব্রেক আপ তা নিয়েও জলঘোলা চলেছে বিস্তর। তবে এসবের মধ্যেই শোনা যাচ্ছে, টাইগারের জীবনে এসেছেন এক নতুন অভিনেত্রী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বিচ্ছেদের পথে হেঁটেছেন তারকা জুটি টাইগার শ্রফ ও দিশা পাটানি। অনুরাগীদের চমকে দিয়েই দীর্ঘদিনের সম্পর্কে ইতি টেনেছেন দুই তারকা। এই বিচ্ছেদের খবরে মন ভেঙেছে টাইগার ও দিশার জুটির যাঁরা ভক্ত ছিলেন। তবে সরাসরি কোনও দিনই প্রকাশ্যে সম্পর্কের কথা বলেননি দিশা বা টাইগার। বিচ্ছেদের কথাও তাঁরা কেউই স্পষ্ট করে বলেননি। তবে বলিউডের বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী, একসঙ্গে নেই দিশা ও টাইগার।
দিশার সঙ্গে ব্রেক আপ হতে না হতেই নতুন প্রেম? আকাঙ্ক্ষ্যার সঙ্গে টাইগারের গুঞ্জন
দিশার সঙ্গে ব্রেক আপ হতে না হতেই নতুন প্রেম? আকাঙ্ক্ষ্যার সঙ্গে টাইগারের গুঞ্জন
advertisement

কী কারণে ব্রেক আপ তা নিয়েও জলঘোলা চলেছে বিস্তর। তবে এসবের মধ্যেই শোনা যাচ্ছে, টাইগারের জীবনে এসেছেন এক নতুন অভিনেত্রী। শোনা যাচ্ছে অভিনেত্রী আকাঙ্ক্ষ্যা শর্মার সঙ্গে নাকি এখন ডেট করছেন টাইগার। বিটাউনে কান পাতলে এমনই নাকি শোনা যাচ্ছে। 'ক্যাসানোভা' মিউজিক ভিডিওয় টাইগারের সঙ্গে কাজ করেছেন আকাঙ্ক্ষ্যা। এছাড়াও এই জুটিকে আর একটি মিউজিক ভিডিও 'আই অ্যাম এ ডিস্কো ডান্সার ২.০'-তেও দেখা গিয়েছে।

advertisement

আরও পড়ুন- ধার করে পোশাক পরেন সোনম? সিক্রেট ফাঁস হতেই চোখ কপালে করণ জোহরের

বেশ কিছু বিজ্ঞাপন দিয়ে কেরিয়ার শুরু করেন আকাঙ্ক্ষ্যা। মহেশ বাবু থেকে বরুণ ধাওয়ানদের মতো অভিনেতাদের সঙ্গে বিজ্ঞাপনে কাজ করেছেন। তেলুগু ছবি ত্রিবিক্রমা থেকে অভিনয়ের হাতেখড়ি তাঁর। সম্প্রতি টাইগারের জন্মদিনে তাঁকে ইনস্টাগ্রামে আকাঙ্ক্ষ্যার সঙ্গে কথা বলতে দেখা যায়। আর তার পর থেকেই গুঞ্জন শুরু।

advertisement

আরও পড়ুন- ফের খবরে শেহনাজ গিল! স্নিগ্ধ সাজ ও সারল্যে ফের মাতালেন নেটিজেনদের

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা নেই হোটেলের রুম! কেন সবাই ভিড় জমাচ্ছেন বক্সা এবং জলদাপাড়ার জঙ্গলে?
আরও দেখুন

দিশার সঙ্গে দীর্ঘ ৬ বছর সম্পর্ক ছিল টাইগারের। সেই সম্পর্কে ইতি টেনেছেন দুইজন। প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে দিশার ছবি এক ভিলেন রিটার্নস। এছাড়াও তাঁর হাতে আছে প্রোজেক্ট কে, যোধা, কেটিনা। অন্যদিকে টাইগারের হাতে আছে স্ক্রু ঢিলা ও গণপথ নামে দুটি ছবি।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Tiger Shroff : দিশার সঙ্গে ব্রেক আপ হতে না হতেই নতুন প্রেম? আকাঙ্ক্ষ্যার সঙ্গে টাইগারের গুঞ্জন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল