Shehnaaz gill : ফের খবরে শেহনাজ গিল! স্নিগ্ধ সাজ ও সারল্যে ফের মাতালেন নেটিজেনদের

Last Updated:
Shehnaaz Gill : এবার সাদা পোশাকে উষ্ণতা বাড়ালেন অভিনেত্রী তথা গায়িকা শেহনাজ গিল।
1/10
খবরের শিরোনামে প্রায়ই উঠে আসে তাঁর নাম। কখনও তাঁর মিষ্টি রসিকতা, কখনও বা ফ্যাশন। এবার সাদা পোশাকে উষ্ণতা বাড়ালেন অভিনেত্রী তথা গায়িকা শেহনাজ গিল।
খবরের শিরোনামে প্রায়ই উঠে আসে তাঁর নাম। কখনও তাঁর মিষ্টি রসিকতা, কখনও বা ফ্যাশন। এবার সাদা পোশাকে উষ্ণতা বাড়ালেন অভিনেত্রী তথা গায়িকা শেহনাজ গিল।
advertisement
2/10
সাদা টপের সঙ্গে সাদা স্কার্ট। সঙ্গে নামমাত্র সাজ। শেহনাজ আদতেই ন্যাচরাল বিউটি।
সাদা টপের সঙ্গে সাদা স্কার্ট। সঙ্গে নামমাত্র সাজ। শেহনাজ আদতেই ন্যাচরাল বিউটি।
advertisement
3/10
রূপকথার রাজকন্যা বললে ভুল হবে না। অফ শোল্ডার ড্রেসে স্নিগ্ধ লুক শেহনাজের।
রূপকথার রাজকন্যা বললে ভুল হবে না। অফ শোল্ডার ড্রেসে স্নিগ্ধ লুক শেহনাজের।
advertisement
4/10
সাদা ফ্রিল দেওয়া সাজে শেহনাজ। ডাব্বু রাত্নানির সঙ্গে বেশ কয়েকটি শ্যুট সেরেছেন তিনি।
সাদা ফ্রিল দেওয়া সাজে শেহনাজ। ডাব্বু রাত্নানির সঙ্গে বেশ কয়েকটি শ্যুট সেরেছেন তিনি।
advertisement
5/10
বোল্ড লুকে শেহনাজ। কালো মিনি ড্রেসে গ্ল্যামারাস লাগছে অভিনেত্রীকে।
বোল্ড লুকে শেহনাজ। কালো মিনি ড্রেসে গ্ল্যামারাস লাগছে অভিনেত্রীকে।
advertisement
6/10
ফ্লোরাল করসেট ও স্কার্টে ঠিক যেন বার্বি ডল। এই ফোটোশ্যুট সাড়া ফেলে দেয়।
ফ্লোরাল করসেট ও স্কার্টে ঠিক যেন বার্বি ডল। এই ফোটোশ্যুট সাড়া ফেলে দেয়।
advertisement
7/10
বিগবস থেকে তিনি পরিচিতি পেয়েছেন। সেখানে শেহনাজ ও প্রয়াত অভিনেতা সিদ্ধার্থের জুটি পছন্দ ছিল দর্শকদের।
বিগবস থেকে তিনি পরিচিতি পেয়েছেন। সেখানে শেহনাজ ও প্রয়াত অভিনেতা সিদ্ধার্থের জুটি পছন্দ ছিল দর্শকদের।
advertisement
8/10
বিগবসের ঘরে মনোরঞ্জন করার জন্য তিনি নজর কেড়েছিলেন। ডাব্বু রত্নানির সঙ্গে বেশ কয়েকটি ফোটোশ্যুট সেরেছেন তিনি।
বিগবসের ঘরে মনোরঞ্জন করার জন্য তিনি নজর কেড়েছিলেন। ডাব্বু রত্নানির সঙ্গে বেশ কয়েকটি ফোটোশ্যুট সেরেছেন তিনি।
advertisement
9/10
বিগবস শেষ হওয়ার পরেও সিদ্ধার্থ শুক্লার সঙ্গে সম্পর্ক রেখেছিলেন তিনি। দুজনে একসঙ্গে বেশ কিছু কাজ করেছিলেন।
বিগবস শেষ হওয়ার পরেও সিদ্ধার্থ শুক্লার সঙ্গে সম্পর্ক রেখেছিলেন তিনি। দুজনে একসঙ্গে বেশ কিছু কাজ করেছিলেন।
advertisement
10/10
শেহনাজের মিষ্টি ও শিশুসুলভ আচরণ পছন্দ দর্শকদের। তাই তাঁর অনুরাগীর সংখ্যা গুনে শেষ করা যায় না।
শেহনাজের মিষ্টি ও শিশুসুলভ আচরণ পছন্দ দর্শকদের। তাই তাঁর অনুরাগীর সংখ্যা গুনে শেষ করা যায় না।
advertisement
advertisement
advertisement