সেই তালিকায় সকলের উপরে নাম রয়েছে অলকা ইয়াগনিকের। যিনি এত দশক ধরে মানুষের মন জয় করে আসছেন গান গেয়ে। আজও সেই গায়িকার গান শুনে শুনে সময় কাটিয়েছে মানুষ। তার প্রমাণ হাতের সামনেই। প্রত্যেকটি দেশ ধরে ধরে এই তালিকা বানানো হয়েছে। তাতে দেখা গিয়েছে, ভারতীয়দের আধিপত্য এই তালিকায় সবথেকে বেশি। গোটা পৃথিবীতে এত শত সঙ্গীতশিল্পী রয়েছেন, তাঁদের সবাইকে ছাপিয়ে গিয়েছেন ভারতের এই গায়িকা।
advertisement
তবে সেরা দশের তালিকায় ভারতীয় আরও গায়ক-গায়িকার নাম রয়েছে। যেমন অরিজিৎ সিং, কুমার শানু, উদিত নারায়ণের নামও রয়েছে ওই তালিকায়। অলকার পরেই দ্বিতীয় স্থান অধিকার করেছেন ব্যাড বানি ওরফে পুয়েরটো রিকান র্যাপার। তৃতীয় স্থান নিয়েছেন আরও এক ভারতীয়, উদিত নারায়ণ। তাঁর গান শোনা হয়েছে ১০.৬ বিলিয়ন বার। চার নম্বরেই রয়েছেন অরিজিৎ সিং, গত ১২ মাসে যাঁর গান শোনা হয়েছে ১০.২ বিলিয়ন বার।
আরও পড়ুন: বাংলাদেশে মুক্তি পায়নি, কলকাতায় ব্ল্যাকে টিকিট কেটে ‘পাঠান’ দেখলেন ঢাকার নায়ক!
আরও পড়ুন: ১০টা নতুন রেকর্ড গড়ল পাঠান, কেবল শাহরুখ নন, টক্করে দীপিকা-জন-যশরাজও! রইল তালিকা
এর মধ্যে আরও একটি তালিকায় তৈরি হয়েছে। যেখানে ছবিগুলির নাম রাখা হয়েছে, যেগুলির গান সবথেকে বেশি শোনা হয়েছে গত এক বছরে। তারও প্রথম স্থান অধিকার করেছে ভারতীয় ছবি। দক্ষিণী ছবি ‘পুষ্পা’র ৩টি গান শোনা হয়েছে মোট ৩.১ বিলিয়ন বার।