মুম্বই: ‘পাঠান’ জ্বরে কাবু গোটা দেশ। গতকাল, ২৫ জানুয়ারি, বুধবার কোনও ছুটি ছিল না। তা সত্ত্বেও সারা দেশে শাহরুখ খানের এই ছবি ৫৫ কোটি টাকার ব্যবসা করেছে। শুধু তা-ই নয়, হিন্দি ছবির নিরিখে সবথেকে বেশি ব্যবসা প্রথম দিনে! আগের সমস্ত রেকর্ড ভেঙেচুরে দিল যশরাজ ফিল্মসের এই ছবি। হিন্দি ‘পাঠান’-এর আয় হয়েছে ৫৫ কোটি। ছবির ডাবড ভার্সনে আয় ২ কোটি। মোট ৫৭ কোটি টাকার লক্ষ্মীলাভ।
নতুন করে মোট ১০টি রেকর্ড তৈরি করেছে শাহরুখ অভিনীত এই ছবি, তাও কেবল প্রথম দিনের বক্স অফিসের নিরিখে-
১. ভারতে সর্বকালের নিরিখে সবথেকে বেশি জায়গায় মুক্তি পেয়েছে এই ছবি
২. প্রথম দিনে হিন্দি ছবির ব্যবসার নিরিখে এখনও পর্যন্ত সেরার স্থানে ‘পাঠান’।
৩. ছুটির দিনে মুক্তি না পেয়েও সবথেকে বেশি ব্যবসা প্রথম দিনে।
‘PATHAAN’ CREATES HISTORY, BIGGEST DAY 1 TOTAL… #Pathaan is now BIGGEST OPENER [#Hindi films] in #India… *Day 1* biz… ⭐️ #Pathaan: ₹ 55 cr [Non-holiday] ⭐️ #KGF2 #Hindi: ₹ 53.95 cr ⭐️ #War: ₹ 51.60 cr ⭐️ #TOH: ₹ 50.75 cr Nett BOC. #India biz. pic.twitter.com/y2c5F0ySN0
— taran adarsh (@taran_adarsh) January 26, 2023
৪. যশরাজ ফিল্মসের তৃতীয় ছবি যা প্রথম দিনেই ৫০ কোটি টাকার চৌকাঠ পেরিয়েছে। ‘ওয়ার’ (৫৩.৩৫ কোটি), ‘থাগস অফ হিন্দুস্তান’ (৫২.২৫ কোটি)-এর পর তিন নম্বর ছবি ‘পাঠান’।
৫. ‘ওয়ার’ এবং ‘এক থা টাইগার’-এর পর ‘স্পাই ইউনিভার্স’-এর তিন নম্বর ছবি যা রেকর্ড ব্যবসা করল প্রথম দিনের বক্স অফিসে।
৬. শাহরুখ খানের প্রথম ছবি যা প্রথম দিনে এত ব্যবসা করেছে।
৭. দীপিকা পাড়ুকোনের প্রথম ছবি যা প্রথম দিনে এত ব্যবসা করেছে।
৮. জন এব্রাহামের প্রথম ছবি যা প্রথম দিনে এত ব্যবসা করেছে।
৯. যশরাজ ফিল্মসের ছবিগুলির মধ্যে ‘পাঠান’ প্রথম দিনে সর্বোচ্চ আয় করেছে।
১০. ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই ছবিই সবথেকে বেশি লক্ষ্মীলাভ করেছে প্রথম দিন।
আরও পড়ুন: ২য় দিনেই ১০০ কোটির ক্লাবে পা রাখবেন শাহরুখ? প্রথম দিনে কত কোটি টাকার লক্ষ্মীলাভ!
আরও পড়ুন: পাঠানের মতো ছবি আমি বানাব না, কিন্তু... ফার্স্ট ডে ফার্স্ট শো দেখলেন অনুরাগ, কী প্রতিক্রিয়া তাঁর
যশরাজ ফিল্মসের সিইও অক্ষয় উইধানি বললেন, ‘‘ভারতীয় চলচ্চিত্রের জন্য এ এক ঐতিহাসিক দিন। ‘পাঠান’-এর জন্য সারা পৃথিবী থেকে যে পরিমাণ ভালবাসা পাচ্ছি, তা দেখে আপ্লুত আমরা। ছুটির দিনে মুক্তি না পেয়েও এত ব্যবসা দেখে বুঝতে পারছি, সিনেমা হলে গিয়ে মানুষ সিনেমা দেখবে। এই ব্যবসা মার খাবে না। যদি আমরা সেই ধরনের বানাতে পারি যা মানুষ আগে দেখেনি।’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Deepika padukone, John Abraham, Pathaan, Shah Rukh Khan