Pathaan 10 new records: ১০টা নতুন রেকর্ড গড়ল পাঠান, কেবল শাহরুখ নন, টক্করে দীপিকা-জন-যশরাজও! রইল তালিকা

Last Updated:

Pathaan 10 new records: যশরাজ ফিল্মসের সিইও অক্ষয় উইধানি বললেন, ‘‘ভারতীয় চলচ্চিত্রের জন্য এ এক ঐতিহাসিক দিন। ‘পাঠান’-এর জন্য সারা পৃথিবী থেকে যে পরিমাণ ভালবাসা পাচ্ছি, তা দেখে আপ্লুত আমরা।’’

পাঠান নিয়ে উত্তেজনা
পাঠান নিয়ে উত্তেজনা
মুম্বই: ‘পাঠান’ জ্বরে কাবু গোটা দেশ। গতকাল, ২৫ জানুয়ারি, বুধবার কোনও ছুটি ছিল না। তা সত্ত্বেও সারা দেশে শাহরুখ খানের এই ছবি ৫৫ কোটি টাকার ব্যবসা করেছে। শুধু তা-ই নয়, হিন্দি ছবির নিরিখে সবথেকে বেশি ব্যবসা প্রথম দিনে! আগের সমস্ত রেকর্ড ভেঙেচুরে দিল যশরাজ ফিল্মসের এই ছবি। হিন্দি ‘পাঠান’-এর আয় হয়েছে ৫৫ কোটি। ছবির ডাবড ভার্সনে আয় ২ কোটি। মোট ৫৭ কোটি টাকার লক্ষ্মীলাভ।
নতুন করে মোট ১০টি রেকর্ড তৈরি করেছে শাহরুখ অভিনীত এই ছবি, তাও কেবল প্রথম দিনের বক্স অফিসের নিরিখে-
১. ভারতে সর্বকালের নিরিখে সবথেকে বেশি জায়গায় মুক্তি পেয়েছে এই ছবি
advertisement
২. প্রথম দিনে হিন্দি ছবির ব্যবসার নিরিখে এখনও পর্যন্ত সেরার স্থানে ‘পাঠান’।
৩. ছুটির দিনে মুক্তি না পেয়েও সবথেকে বেশি ব্যবসা প্রথম দিনে।
advertisement
advertisement
৪. যশরাজ ফিল্মসের তৃতীয় ছবি যা প্রথম দিনেই ৫০ কোটি টাকার চৌকাঠ পেরিয়েছে। ‘ওয়ার’ (৫৩.৩৫ কোটি), ‘থাগস অফ হিন্দুস্তান’ (৫২.২৫ কোটি)-এর পর তিন নম্বর ছবি ‘পাঠান’।
৫. ‘ওয়ার’ এবং ‘এক থা টাইগার’-এর পর ‘স্পাই ইউনিভার্স’-এর তিন নম্বর ছবি যা রেকর্ড ব্যবসা করল প্রথম দিনের বক্স অফিসে।
৬. শাহরুখ খানের প্রথম ছবি যা প্রথম দিনে এত ব্যবসা করেছে।
advertisement
৭. দীপিকা পাড়ুকোনের প্রথম ছবি যা প্রথম দিনে এত ব্যবসা করেছে।
৮. জন এব্রাহামের প্রথম ছবি যা প্রথম দিনে এত ব্যবসা করেছে।
৯. যশরাজ ফিল্মসের ছবিগুলির মধ্যে ‘পাঠান’ প্রথম দিনে সর্বোচ্চ আয় করেছে।
১০. ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই ছবিই সবথেকে বেশি লক্ষ্মীলাভ করেছে প্রথম দিন।
advertisement
যশরাজ ফিল্মসের সিইও অক্ষয় উইধানি বললেন, ‘‘ভারতীয় চলচ্চিত্রের জন্য এ এক ঐতিহাসিক দিন। ‘পাঠান’-এর জন্য সারা পৃথিবী থেকে যে পরিমাণ ভালবাসা পাচ্ছি, তা দেখে আপ্লুত আমরা। ছুটির দিনে মুক্তি না পেয়েও এত ব্যবসা দেখে বুঝতে পারছি, সিনেমা হলে গিয়ে মানুষ সিনেমা দেখবে। এই ব্যবসা মার খাবে না। যদি আমরা সেই ধরনের বানাতে পারি যা মানুষ আগে দেখেনি।’’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Pathaan 10 new records: ১০টা নতুন রেকর্ড গড়ল পাঠান, কেবল শাহরুখ নন, টক্করে দীপিকা-জন-যশরাজও! রইল তালিকা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement