Pathaan box office collection Day 1: ২য় দিনেই ১০০ কোটির ক্লাবে পা রাখবেন শাহরুখ? প্রথম দিনে কত কোটি টাকার লক্ষ্মীলাভ!
- Published by:Teesta Barman
Last Updated:
Pathaan box office collection Day 1: প্রথম এবং দ্বিতীয় দিন (প্রজাতন্ত্র দিবস)-এর পর ‘পাঠান’ সম্ভবত ১০০ কোটি টাকার ব্যবসা করে ফেলতে পারবে। ১০০ কোটির ক্লাবে পা রাখতে পারে দ্বিতীয় দিনেই।
মুম্বই: চার বছর পর পর্দায় শাহরুখ খানের প্রত্যাবর্তন। এলেন ‘পাঠান’ বেশে। স্বাভাবিক ভাবেই অনুরাগীদের উত্তেজনার পারদ তুঙ্গে। আগাম টিকিট বুকিংয়েই ঝড় উঠেছিল। সেই ঝড় এখনও থামেনি। সারা দেশ এবং বিদেশেও প্রেক্ষাগৃহ ভর্তি করে লোকে শাহরুখকে দেখতে যাচ্ছেন। গতকাল, বুধবার, ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে সিদ্ধার্থ আনন্দের এই ছবি। প্রথম দিনে মোট কত ব্যবসা করল ‘পাঠান’?
প্রথম দিনেই ৫৫ কোটি টাকার কাছাকাছি লক্ষ্মীলাভ হয়েছে এই ছবির। হিন্দি ‘পাঠান’-এর আয় হয়েছে ৫৫ কোটি। ছবির ডাবড ভার্সনে আয় ২ কোটি। মোট ৫৭ কোটি টাকার লক্ষ্মীলাভ। ভারতের বক্স অফিস অনুযায়ী, হৃতিক রোশনের ‘ওয়ার’ ছবিটি প্রথম দিনে ব্যবসা করেছিল ৫৩.৩ কোটি টাকা। আমির খানের ‘থাগস অফ হিন্দুস্তান’-এর ক্ষেত্রে সেই টাকার অঙ্ক ছিল ৫২ কোটি টাকা। কন্নড় ছবি ‘কেজিএফ চ্যাপ্টার ২’-এর হিন্দি ভার্সন পেয়েছিল ৫৩.৯ কোটি টাকা।
advertisement
advertisement
আরও পড়ুন: পাঠানের মতো ছবি আমি বানাব না, কিন্তু... ফার্স্ট ডে ফার্স্ট শো দেখলেন অনুরাগ, কী প্রতিক্রিয়া তাঁর
প্রথম এবং দ্বিতীয় দিন (প্রজাতন্ত্র দিবস)-এর পর ‘পাঠান’ সম্ভবত ১০০ কোটি টাকার ব্যবসা করে ফেলতে পারবে। ১০০ কোটির ক্লাবে পা রাখতে পারে দ্বিতীয় দিনেই। হিন্দি ছবির ক্ষেত্রে যা অবশ্যই এক নজির গড়ার মতো ঘটনা।
advertisement
25th Jan 2023 is Celebration Day for beloved mumbai film industry .. good days are here again ..blockbuster Pathan will cross 50cr today & teaser of Kisi Ka Bhai Kisi Ki Jaan shows another blockbuster on its way . Cheers @iamsrk @BeingSalmanKhan its party time for bollywood
— satish kaushik (@satishkaushik2) January 25, 2023
advertisement
প্রথম শোয়ের পরেই ছবির আরও ৩০০টি শো বাড়িয়ে দিয়েছেন এক্সিবিটাররা। জানা গিয়েছে, বিশ্বজুড়ে মোট আট হাজারটি স্ক্রিনে মুক্তি পেয়েছে ছবিটি। দেশে সাড়ে পাঁচ হাজার এবং বিদেশে প্রায় আড়াই হাজার স্ক্রিনে দেখা যাবে 'পাঠান'।
এই ছবির কারণে রোজগার বেড়েছে কত মানুষের। যে সমস্ত সিঙ্গল স্ক্রিন দিনের পর দিন তালাবন্ধ হয়ে গিয়েছিল, সেগুলির মালিক এবং কর্মচারীরা আবার কর্মসংস্থান হল বাদশার দৌলতে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 26, 2023 1:55 PM IST