Bangladeshi Nirab Hossain watched Pathaan: বাংলাদেশে মুক্তি পায়নি, কলকাতায় ব্ল্যাকে টিকিট কেটে ‘পাঠান’ দেখলেন ঢাকার নায়ক!
- Published by:Teesta Barman
Last Updated:
ওপার বাংলায় মুক্তি পায়নি সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবি। আর সেই কারণেই চমকপ্রদ ঘটনা ঘটিয়ে ফেললেন এক শাহরুখ-ভক্ত। যে কিনা সে দেশের জনপ্রিয় নায়ক।
কলকাতা: ‘পাঠান’ জ্বরে কাবু দেশ থেকে বিদেশ। বিভিন্ন দেশে এই ছবি দেখতে প্রেক্ষাগৃহে ভিড় জমিয়েছেন ভক্তরা। কিন্তু একমাত্র বঞ্চিত বাংলাদেশ। কিন্তু সে দেশেও শাহরুখ খানের ভক্তের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু ওপার বাংলায় মুক্তি পায়নি সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবি। আর সেই কারণেই চমকপ্রদ ঘটনা ঘটিয়ে ফেললেন এক শাহরুখ-ভক্ত। যে কিনা সে দেশের জনপ্রিয় নায়ক।
সদ্যই বাংলাদেশ থেকে ভারতে, কলকাতায় এসে ব্ল্যাকে টিকিট কেটে ‘পাঠান’ দেখে ফেললেন বাংলাদেশি নায়ক নীরব হোসেন। ব্ল্যাকে টিকিট কেটে পাঠান দেখেছেন ঢালিউড নায়ক। যদিও কাজের সূত্রে কয়েক দিন আগেই কলকাতা এসেছিলেন। আর সেই সময়েই মুক্তি পাচ্ছে বাদশার ছবি। আর তাঁর ভক্ত সেই সুযোগ হাত ছাড়া করলেন না। কিন্তু প্রথম দিনেই ছবি দেখার জন্য বেশ বেগ পেতে হয়েছে তাঁকে।
advertisement
advertisement
কলকাতায় সেই ছবির টিকিট পাওয়া বেশ দুষ্কর ছিল প্রথম দিনে। এদিকে ১০ জন বন্ধু একসঙ্গে ছবি দেখবেন। চেষ্টা করতে করতে শেষ পর্যন্ত কলকাতার এক মাল্টিপ্লেক্সে গিয়ে রাত সাড়ে ১১টায় ১০ জন মিলে ‘পাঠান’ দেখেছেন।
advertisement
এক সংবাদমাধ্যমকে তিনি ছবি দেখে প্রতিক্রিয়া দিয়েছেন, ‘‘এককথায় ফাটাফাটি। আমার কাছে অস্থির লেগেছে। দর্শকদের সঙ্গে প্রথম দিন সিনেমাটি দেখাটা অন্য রকম অনুভূতি ছিল। হলজুড়ে একটা উৎসবের মতো পরিবেশ ছিল। সিনেমার মতো এটাও ছিল দেখার মতো। শাহরুখ খানের সিনেমা দেখার উৎসবটা নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করতাম না। শুরু থেকেই চমক। প্রথমেই শাহরুখ খানের চোখ দিয়ে সিনেমার গল্প শুরু হয়। তারপর ঠোঁট দেখা যায়।’’
advertisement
প্রত্যেকের অভিনয় নীরবের দারুণ লেগেছে বলে জানালেন। ‘পাঠান’ দেখতে গিয়ে পোস্টারের সামনে দাঁড়িয়ে ছবি তুলে নীরব লিখলেন, ‘ইটস পাঠান টাইম’!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 27, 2023 5:47 PM IST