মূল লক্ষ্য ছিল নতুন প্রতিভার সন্ধান, আর্থিক অনুদান দিয়ে নাট্যদল ও নাট্য শিল্পীদের প্রথম সারিতে এগিয়ে নিয়ে আসা। রাজ্য পরিবহন দফতরের প্রতিমন্ত্রী তথা বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডল এই নাট্য উৎসবের সূচনা করেছেন। মহাকুমাশাসক অঞ্জন ঘোষ, পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমির সচিব-সহ একাধিক ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন নাট্য অ্যাকাডেমি নির্বাচিত ৮টি নাটক সম্পূর্ণ বিনামূল্যে এখানে দেখানো হয়। চারদিনের এই নাট্যমেলা শেষ হবে ২০ ফেব্রুয়ারি।
advertisement
এ নিয়ে রাজ্য নাট্য অ্যাকাডেমির সচিব দেব কুমার হাজরা বলেন, ”আমরা চাই নতুন প্রজন্মকে উৎসাহ দিতে। আরও নতুন প্রতিভার অন্বেষণ করতে এসে এমন অনেক অভিনেতাকে আমরা খুঁজে পেয়েছি, যাঁরা কলকাতার অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করার মতো দক্ষতা আছে। এই নাট্যমেলা করার ফলে তাঁদের আমরা খুঁজে পেয়েছি। যা খুবই সুখকর খবর।”
নবাব মল্লিক






