৯০-এর দশকের অন্ধকার শহরের গল্প বলবে নতুন ছবি "ক্যালকাটা ৯৯" ৷ এখনও পর্যন্ত ছবির অভিনেতাদের নাম প্রকাশ করতে নারাজ হয়েছেন ছবির নির্মাতারা ৷ ছবির পরিচালনা করছেন জয়ব্রত দাশ ৷ রবিবার "ক্যালকাটা ৯৯"এর পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ছবিটির সিনেম্যাটোগ্রাফার অর্ণব লাহা ৷
advertisement
আরও পড়ুন : মীরের গলায় চণ্ডীপাঠ শুনতে চাওয়ার অনুরোধ! প্রস্তাবে ক্ষমা চান অভিনেতা
কিছুদিনের মধ্যেই অভিনেতাদের নাম প্রকাশ্যে আসবে বলে জানিয়েছেন ছবির নির্মাতারা ৷ জানা গিয়েছে, এই ছবিতে অভিনয় করতে চলেছেন বেশ কিছু নামকরা অভিনেতা ও অভিনেত্রী ৷ ছবির পোস্টার প্রকাশ্যে আসতেই ছবিটি দেখার জন্য উৎসাহ প্রকাশ করেছেন সিনেপ্রেমীরা ৷
আরও পড়ুন : হলিউডে আলিয়া ! অন্তসত্ত্বা অবস্থাতেই একাধিক অ্য়াকশন সিনে অভিনেত্রী
ছবির পোস্টারে দেখা গিয়েছে, বৃষ্টিভেজা শহরে হেঁটে আসছেন দুই পুলিশকর্মী ৷ রাস্তায় জমা জলে প্রায় অর্ধেকটা পা ডুবে গিয়েছে দুই পুলিশ আধিকারিকের ৷ পেছনে দাঁড়িয়ে রয়েছে বেশ কয়েকটি গাড়ি ৷ ছবির পোস্টার দেখে, ছবিটি রোমাঞ্চকর হতে পারে বলে অনুমান করছেন অনেকে ৷ ছবিটির পরিচালনা করছেন জয়ব্রত দাস ৷ "ক্যালকাটা ৯৯" এর প্রযোজনা করছেন প্রতীক চক্রবর্তী ও কুইনটেলস এন্টারটেনমেন্ট ৷
ছবিটির সহ প্রযোজনা করছেন শাশ্বত চট্টোপাধ্যায় ৷