মীরের গলায় চণ্ডীপাঠ শুনতে চাওয়ার অনুরোধ! প্রস্তাবে ক্ষমা চান অভিনেতা

Last Updated:

Mahalaya 2022 : মীর সেই পোস্ট করে উত্তর দিতেও পিছপা হননি। তিনি জানান, ধৃষ্টতা নেই। মার্জনা করবেন

#কলকাতা: "আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জীর। ধরণীর বহিরাকাশে অন্তর্হিত মেঘমালা। প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমনবার্তা।" যা শুনলেই বাঙালি শিহরিত হয়, আজও তার বিকল্প হয়নি। মহালয়ার চন্ডীপাঠ যার গলায় শুনে প্রজন্মের পর প্রজন্ম চলে আসছে, তিনি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। পিতৃপক্ষের শেষে আজ দেবীপক্ষের শুরু। আজ মহালয়া। সকাল থেকে গঙ্গার বিভিন্ন ঘাটে চলছে পিতৃতর্পণ। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ছাড়া বাঙালির মহালয়ার শুরুটাই হয় না।
গত ১৯ বছরেরও বেশি সময় ধরে মহালয়া বাকি দিনগুলি যত্ন করে শহরের ঘুম ভাঙাতেন রেডিয়োর সকালম্যান মীর। সম্প্রতি সে দায়িত্ব থেকে তিনি অবসর নিয়েছেন তিনি। কিন্তু ভক্তদের অনুরোধ তো আর বাঁধা মানে না। এক ফেসবুক ব্যবহারকারী তুষার সেনগুপ্ত, "বলতে ভীষণ ভয় করছে। জানি এটা শুনলেই নস্টালজিয়ায় ভোগা পাবলিক হারে রে রে করে তেড়ে আসবে। তবুও মনের কথাটা একবার অন্তত না বলে পারছি না। তবুও বলতেই হচ্ছে- Mir Afsar Ali-র ভরাট কণ্ঠে ইমোশন অ্যাক্টিং সব আছে। ওঁর কণ্ঠে চণ্ডীপাঠ শোনার ইচ্ছে রইল। উনি একবার ট্রাই করে দেখতে পারেন।"
advertisement
advertisement
মীর সেই পোস্ট করে উত্তর দিতেও পিছপা হননি। তিনি জানান, "ধৃষ্টতা নেই। মার্জনা করবেন। তবে Tushar Sengupta, আপনি যে আমাকে নিয়ে এটা ভেবেছেন, এটাই আমার বড় প্রাপ্তি। 🙏❤️"
advertisement
প্রসঙ্গত, বছর খানেক আগে পুজোর শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হয়েছিলেন মীর। তাঁর ধর্ম নিয়ে তাঁকে আক্রমণ করে নেটপাড়ার একাংশ। আর আজ তাঁর গলায় চণ্ডীপাঠ শুনতে চেয়ে ভক্তদের থেকে একজন লিখেছেন, ''একদম উনি চন্ডী পাঠ করুক .. ভেঙে যাক ধর্মের সব বেড়া, মসজিদের মাইকে মাইকেও বেজে উঠুক চন্ডী পাঠ মহালয়া! সম্প্রীতির বাংলা!'
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মীরের গলায় চণ্ডীপাঠ শুনতে চাওয়ার অনুরোধ! প্রস্তাবে ক্ষমা চান অভিনেতা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement