অস্কারের মঞ্চে বাংলাদেশের 'হাওয়া'! বিদেশি ছবির সঙ্গে পাল্লা দেবে চঞ্চল চৌধুরীর সিনেমা
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Bangladesh Film in Oscar : ৯৫তম অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম (বিদেশি ভাষা প্রতিযোগিতা) বিভাগে বাংলাদেশ থেকে লড়বে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘হাওয়া’
#ঢাকা: ৯৫তম অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম (বিদেশি ভাষা প্রতিযোগিতা) বিভাগে বাংলাদেশ থেকে লড়বে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘হাওয়া’।
অস্কারে বিদেশি ভাষার বিভাগে মনোনয়নের জন্য বাংলাদেশের সিনেমা মেজবাউর রহমান সুমন পরিচালিত ও সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘হাওয়া’ এবং মুহাম্মদ কাইয়ুম পরিচালিত ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ নাম দুটি জমা পড়ে। গতকাল ‘হাওয়া’-কেই চূড়ান্ত করে ৯৫তম অস্কার বাংলাদেশ কমিটি।
advertisement
advertisement
মেজবাউর রহমান সুমনের কাহিনি এবং সংলাপে ‘হাওয়া’র চিত্রনাট্য লিখেছেন মেজবাউর রহমান সুমন, সুকর্ন সাহেদ ধীমান ও জাহিন ফারুক আমিন। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল ইসলাম রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান ও বাবলু বোস। চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান, সম্পাদনা সজল অলক, আবহ সংগীত রাশিদ শরীফ শোয়েব এবং সঙ্গীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী।
advertisement
প্রসঙ্গত, এর আগে কানাডা এবং যুক্তরাষ্ট্রে চলেছে সিনেমাটি। ছবিটি হাউসফুল হয়েছে বাংলাদেশে। যশোরের মণিহার হলে ছবিটি হাউসফুল হয়েছে। ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, সিরাজগঞ্জের রুটস সিনেক্লাবসহ দেশের সব কটি মাল্টিপ্লেক্সেই আগাম টিকিট বিক্রির হিড়িক পড়েছে। ‘হাওয়া’ সিনেমা দেখতে হলের সামনে মারামারির ঘটনার খবরও পাওয়া গিয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 25, 2022 8:05 PM IST