শাওন রক্ষিত জানায়, নাটকের প্রতি অগাধ ভালবাসা থেকেই এই অভিনয় জগতে আসার ইচ্ছে। মূলত এই কারণেই সে একটি নাটক প্রশিক্ষণ স্কুলে নাটক শিখে চলেছে। সেই স্কুল থেকেই তাকে শর্ট ফিল্ম প্রতিযোগিতার বিষয়টি জানানো হয়। তখন সে দুই থেকে তিনদিনের মধ্যেই ওই ফিল্মটি তৈরি করে দেয়। তারপর গত ২৮ তারিখ কলকাতা থেকে ফোন করে প্রতিযোগিতার বিষয়টি তাকে জানানো হয়। তাকে যেতে বলা হলেও কোচবিহারে অনুষ্ঠান থাকায় সে যেতে পারেনি। তবে কয়েকদিনের মধ্যেই সে কলকাতা যাবে। আগামীতে সে অভিনয় জগতে আরও অনেকটা এগিয়ে যেতে চায়, এমনটাই ইচ্ছে তার।
advertisement
আরও পড়ুন: সুরের জাদুতে থমকে দাঁড়ান পথিকেরা! অলিতেগলিতে বেহালায় মুগ্ধ করা সুর তোলেন ভগবান মালি
শাওনের মা মুনমুন রক্ষিত জানান, দীর্ঘ সময় ধরে ছেলের অভিনয়ের প্রতি আগ্রহের থেকে তারা ছেলেকে এই বিষয়ে অনেকটাই উৎসাহ দেন। তবে সামনেই মাধ্যমিক পরীক্ষা, তাই সেই বিষয়েও নজর দিতে হচ্ছে। শাওনের বাবা সুধীন রক্ষিত জানান, বর্তমানে যেখানে মোবাইল ফোনে খারাপ ভাবে আসক্ত হয়ে পড়েছে ছোটরা, সেখানে মোবাইল ফোনকে ভাল কাজে ব্যবহার করলে অনেকটাই সাফল্য পাওয়া যায়। এমনটাই মনে করেন তিনি। তবে বাচ্চাদের মোবাইলের সঠিক প্রয়োজনের উপর কিছুটা নজর রাখতে হয়। তবে শাওনের সাফল্যে দারুণ খুশি তিনি।
আগামীতে শাওন আরও বড় মাপের শিল্পী হয়ে উঠুক, এমনটাই প্রত্যাশা সকলের। তবে এত ছোট বয়সে এই ধরনের সাফল্য বেশ অনেকটাই আগ্রহ দিতে পেরেছে শাওনকে। যাতে সে এই জগতে আরওও খ্যাতি অর্জন করার চেষ্টা করে।
Sarthak Pandit