Street Violin Player: সুরের জাদুতে থমকে দাঁড়ান পথিকেরা! অলিতেগলিতে বেহালায় মুগ্ধ করা সুর তোলেন ভগবান মালি

Last Updated:

মালদহ শহর ছাড়াও তিনি বর্তমানে কলকাতা, শিলিগুড়ি গিয়ে বেহালা বাজান, দৈনিক গড়ে প্রায় ৫০০ টাকা উপার্জন করেন, তা দিয়েই চলে তাঁর সংসার।

+
ভগবান

ভগবান মালির বেহালার সুর 

মালদহ: কখনও রাস্তার মোড়ে, আবার কখনও বাজারে বা কোনও জনবহুল এলাকায় বেহালায় সুর তোলেন ভগবান মালি। তাঁর বেহালার সুরের জাদুতে মজে যান পথচলতি মানুষ থেকে সাধারণ বাসিন্দারা।‌ হিন্দি বা বাংলা রোমান্টিক গানের সুর তোলেন নিজের প্রিয় বেহালায়। যা শুনে কিছুক্ষণের জন্য থমকে দাঁড়ান সাধারণ মানুষ।
মালদহ শহরের অনেকেই এখন তাঁর বেহালার সুর শোনার জন্য অপেক্ষায় থাকেন। একটা বা দু’টো গান শোনার পর খুশি হয়ে কিছু টাকা তুলে দেন ভগবান বাবুর হাতে। তাই দিয়েই ভগবান বাবুর সংসার চলে। শুধুমাত্র মালদহ শহর নয়, বর্তমানে তিনি শিলিগুড়ি থেকে কলকাতায় পৌঁছে যান বেহালা নিয়ে। ভগবান মালি বলেন, ”ছোটবেলায় বাবার কাছে শিখেছি। আমার খুব প্রিয় এই বেহালা বাজানো। তাই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেহালা বাজাযই। মানুষ আমার সুর শুনে খুশি হয়ে যা টাকাপয়সা দেন, তাতেই আমার সংসার চলে।”
advertisement
advertisement
মালদহ শহরের বালুচর এলাকায় বাড়ি ভগবান মালির। পরিবারে রয়েছে স্ত্রী-সহ তিন সন্তান। বর্তমানে তিনি আর কাজ করেন না। শহরের এই প্রান্ত ও প্রান্ত ঘুরে ঘুরে বেহালা বাজান।‌ খুব ছোটবেলা বাবার কাছে শিখেছিলেন বেহালায় সুর তোলা। তারপর থেকেই নিজের তালে নিজের খেয়ালে বেহালা বাজিয়ে চলেছেন। এখন এই বেহালায় তাঁর নিত্যসঙ্গী। প্রিয় বেহালাটি পুরনো হয়ে গিয়েছে। কোনওক্রমে তিনি নিজেই সেটিকে সারিয়ে তোলেন। আপন খেয়ালে কোথাও বসে সুর তোলেন। সুরের জাদুতে তাঁকে ঘিরে ধরেন সাধারণ মানুষ। বর্তমানে বেহালা বাজিয়ে তিনি রোজগার করছেন দৈনিক ৪০০ থেকে ৫০০ টাকা। আর তাতেই চলে যাচ্ছে তাঁর সংসার।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Street Violin Player: সুরের জাদুতে থমকে দাঁড়ান পথিকেরা! অলিতেগলিতে বেহালায় মুগ্ধ করা সুর তোলেন ভগবান মালি
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement