আনন্দ ফেসবুকে দু’টি ছবি পোস্ট করে লিখেছেন, ‘প্রথম দিন থেকে তুমি আমায় সবরকম ভাবে সমর্থন করে আসছ। এখনও তোমার কণ্ঠস্বর আমার কানে বাজছে। রমেশ, তোমরা প্রয়াণ মেনে নিতে পারছি না। আমার মতো আরও যে কত মানুষের হৃদয় ছুঁতে পেরেছ! মনে পড়বে তোমার কথা। ওম শান্তি।’
advertisement
তেলুগু চলচ্চিত্র জগতের অভিনেতা অল্লু তাঁর স্ত্রী এবং দুই পুত্র সন্তানকে রেখে চলে গেলেন।
আরও পড়ুন: মাত্র ২৫-এই পথচলা শেষ, চলে গেলেন বিশ্বখ্যাত কে পপ তারকা মুনবিন, শোকে পাথর দুনিয়া
আরও পড়ুন: কাছের মানুষকে হারালেন রানি মুখোপাধ্য়ায়! পরিবারে নেমে এসেছে শোকের ছায়া
অল্লু রমেশের অভিনয় জীবন শুরু হয়েছে মঞ্চ দিয়েই। ২০০১ সালে তেলুগু ছবি ‘চিরুজল্লু’র হাত ধরে প্রথমবার বড় পর্দায় কাজ শুরু। তার পর ২২ বছরের যাত্রা। অভিনয় জীবনে প্রায় ৫০টি ছবিতে কাজ করেছেন অল্লু।
একাধিক তেলুগু ছবিতে কৌতুকাভিনেতা, কমেডি চরিত্রে দেখা গিয়েছে অল্লুকে। মুখ্য চরিত্রে অভিনয় না করলেও তাঁর অভিনয় দক্ষতা ঠিক চোখে পড়েছে দর্শকের। সেই ইন্ডাস্ট্রির অন্যতম উচ্চ প্রশংসিত অভিনেতা ছিলেন তিনি।