TRENDING:

Surongo Piracy: সাফল্যের পথে কাঁটা পাইরেসি! পুলিশে অভিযোগ টিম 'সুড়ঙ্গ'-র, ব্যবসায় ক্ষতির আশঙ্কা

Last Updated:

Surongo Piracy: পাইরেসি রোধ করতে আইনি পদক্ষেপ করে 'সুড়ঙ্গ' টিম। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অফিসে পৌঁছে যান ছবির প্রযোজক শাহরিয়ার শাকিল এবং পরিচালক রায়হান রাফি। সঙ্গে ছিলেন দুই তারকা নিশো এবং তমা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঢাকা: বাংলাদেশের বক্স অফিসে ‘সুড়ঙ্গ’ ঝড় এখনও বহাল। রায়হান রাফি পরিচালিত ছবিটি নজিরবিহীন ব্যবসা করেছে ওপারে। তবে সাফল্যের পথেই কাঁটা হয়ে দাঁড়ায় পাইরেসি। আফরান নিশো এবং তমা মির্জা অভিনীত ছবিটির একাধিক প্রিন্ট ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। যা নিয়ে কিছু দিন আগেই নেটমাধ্যমে ক্ষোভ উগরে দেন পরিচালক।
advertisement

বিষয়টি শুধু সেখানেই সীমাবদ্ধ থাকেনি। পাইরেসি রোধ করতে আইনি পদক্ষেপ করে ‘সুড়ঙ্গ’ টিম। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অফিসে পৌঁছে যান ছবির প্রযোজক শাহরিয়ার শাকিল এবং পরিচালক রায়হান রাফি। সঙ্গে ছিলেন দুই তারকা নিশো এবং তমা। বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটের দিকে তাঁরা অভিযোগপত্র জমা দেন। এই অপরাধের সঙ্গে জড়িতদের খুঁজে বার করে তাদের উপযুক্ত শাস্তির আশ্বাস দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ।

advertisement

ওপার বাংলার প্রথম সারির সংবাদমাধ্যমকে প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, “যখন এটি পাইরেসি হয়, প্রথম দিকে আমরা প্রায় দু’তিনশোপ মতো পাইরেসি কপি ডিজিটালি ডিলিট করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি।” কিন্তু তাতেও বিশেষ লাভ হয়নি। ফেসবুক, ইউটিউব-সহ নানা প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে পাইরেটেড কপিগুলি। এর ফলে ব্যবসায় ক্ষতি হওয়ার আশঙ্কা বেড়ে গিয়েছে কয়েক গুন।

advertisement

আরও পড়ুন: মাতামাতি ছিল তুঙ্গে! কলকাতায় সাফল্যের আলো দেখল না ‘সুড়ঙ্গ’, বক্স অফিসে হতাশা

আরও পড়ুন: পর্দায় যেন এক অন্য নিশো! বহু প্রতীক্ষিত ‘সুড়ঙ্গ’ কেমন হল? প্রত্যাশা পূরণ হল কি

সংবাদমাধ্যমকে প্রযোজক জানান, অভিযোগপত্রে পাঁচজনকে চিহ্নিত করে তাঁদের যাবতীয় তথ্য দিয়েছেন তাঁরা। এ ছাড়াও যারা এই পাইরেসি কপি অনলাইনে শেয়ার বা প্রচার করছে, তাদের বিরুদ্ধেও আইনিব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশে পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

২১ জুলাই কলকাতায় মুক্তি পেয়েছে ‘সুড়ঙ্গ’। ছবির প্রচারে স্বয়ং নায়ক পা রেখেছিলেন শহরে। ‘হাওয়া’র মতো এই ছবি নিয়েও দর্শকমহলে উন্মাদনা ছিল তুঙ্গে। কিন্তু সেই উন্মাদনা বক্স অফিসের লাভে পরিণত হল না। কলকাতার এক নামী চলচ্চিত্র বাণিজ্য বিশেষজ্ঞ জানান, কলকাতায় প্রায় ২৫টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেয়েছে। প্রথম পাঁচ দিনে কলকাতায় মাত্র আট লক্ষ টাকা এসেছে ‘সুড়ঙ্গ’র ঝুলিতে। যাকে মোটেই ‘ভাল ব্যবসা’ বলে মানতে নারাজ বাণিজ্য বিশেষজ্ঞরা।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Surongo Piracy: সাফল্যের পথে কাঁটা পাইরেসি! পুলিশে অভিযোগ টিম 'সুড়ঙ্গ'-র, ব্যবসায় ক্ষতির আশঙ্কা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল