Surongo Box Offiice Collection: মাতামাতি ছিল তুঙ্গে! কলকাতায় সাফল্যের আলো দেখল না 'সুড়ঙ্গ', বক্স অফিসে হতাশা

Last Updated:

Surongo Box Offiice Collection: ২১ জুলাই কলকাতায় মুক্তি পেয়েছে 'সুড়ঙ্গ'। ছবির প্রচারে স্বয়ং নায়ক পা রেখেছিলেন শহরে। 'হাওয়া'র মতো এই ছবি নিয়েও দর্শকমহলে উন্মাদনা ছিল তুঙ্গে। কিন্তু সেই উন্মাদনা বক্স অফিসের লাভে পরিণত হল না।

কলকাতা: বাংলাদেশের বক্স অফিসে প্রাণকাঠি ছুঁইয়েছিল মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’। নান্দনিক মান্নোয়ন এবং ব্যবসা, দুই ক্ষেত্রেই নজির গড়েছিল ছবিটি। কয়েক মাস পর ঠিক সেই পথ অনুসরণ করেছে রায়হান রাফির ‘সুড়ঙ্গ’। আফরান নিশোর প্রথম ছবির ভাঁড়ার উপচে পড়েছে। এমনকি টম ক্রুজের ‘মিশন ইম্পসিবল’-কে অনায়াসেই টক্কর দিয়েছে ছবিটি। তবে এ পার বাংলায় কিন্তু সাফল্যের সেই চিত্র খানিক ধূসর।
২১ জুলাই কলকাতায় মুক্তি পেয়েছে ‘সুড়ঙ্গ’। ছবির প্রচারে স্বয়ং নায়ক পা রেখেছিলেন শহরে। ‘হাওয়া’র মতো এই ছবি নিয়েও দর্শকমহলে উন্মাদনা ছিল তুঙ্গে। কিন্তু সেই উন্মাদনা বক্স অফিসের লাভে পরিণত হল না। কলকাতার এক নামী চলচ্চিত্র বাণিজ্য বিশেষজ্ঞ জানান, কলকাতায় প্রায় ২৫টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেয়েছে। শেষ পাঁচ দিনে কলকাতায় মাত্র আট লক্ষ টাকা এসেছে ‘সুড়ঙ্গ’র ঝুলিতে। যাকে মোটেই ‘ভাল ব্যবসা’ বলে মানতে নারাজ বাণিজ্য বিশেষজ্ঞরা।
advertisement
advertisement
মনে করা হচ্ছে, পরের সপ্তাহে বেশ কিছু প্রেক্ষাগৃহ থেকে সরে যেতে পারে ‘সুড়ঙ্গ’। সেই বিশেষজ্ঞের মতে, ন’থেকে সাড়ে ন’লাখ টাকায় কলকাতার বক্স অফিসে দৌড় শেষ করবে আফরান নিশোর ছবিটি। কিন্তু এই সংখ্যাকে বিশেষ আশাপ্রদ বলে ধরা যাচ্ছে না। তাঁর মতে, বড় বাজেট নিয়ে তৈরি এই ছবির ভাঁড়ারে কম পক্ষে ৩৫ থেকে ৪০ লক্ষ টাকা আসা উচিত ছিল। অর্থাৎ ধরে নেওয়াই যায় যে, প্রাথমিক মাতামাতি সত্ত্বেও ওপার বাংলার ছবিকে পুরোপুরি স্বাগত জানাতে পারেনি কলকাতার দর্শক।
advertisement
শুধু ‘সুড়ঙ্গ’ নয়, চঞ্চল চৌধুরি, শরিফুল রাজ এবং নাজিফা তুষি অভিনীত ‘হাওয়া’র ক্ষেত্রেও এই একই ছবি দেখা গিয়েছিল। ছবিটি নিয়ে প্রচুর ঔৎসুক্য-আলোচনা থাকলেও বক্স অফিসে তার ছাপ বিশেষ পড়েনি। তবে আপাতত ছবি মুক্তির ক্ষেত্রে দুই বাংলার এই আদানপ্রদানে খুশি সিনেমাপ্রেমীরা।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Surongo Box Offiice Collection: মাতামাতি ছিল তুঙ্গে! কলকাতায় সাফল্যের আলো দেখল না 'সুড়ঙ্গ', বক্স অফিসে হতাশা
Next Article
advertisement
Kolkata Waterlogged: ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
  • ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায় !

  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১০ জনের

  • বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?

VIEW MORE
advertisement
advertisement