পূজা দেবীর কণ্ঠস্বর পৌঁছে গিয়েছে বহু শ্রোতার কাছে। পূজা দেবী এই প্রসঙ্গে জানান, তাঁর এখন খুব ভাল লাগছে । তিনি যেন তাঁর হারিয়ে যাওয়া দিনগুলোকে ফিরে পাচ্ছেন। এই কারণে তিনি লোকাল18-কে ধন্যবাদ জানিয়েছেন। এখন তাঁর কাছে আরও অনান্য সংবাদ মাধ্যম আসছে । পূজা দেবী নিজের মুখে বলেন, লোকাল18 বাংলা সর্বপ্রথম তাঁর খবর সম্প্রচার করে।
advertisement
এই সেই পূজা ভৌমিক যার গলার স্বরে একসময় মেতে উঠত হাজার হাজার শ্রোতা। তবে আজ তাঁকে চা বিক্রি করেই সংসার চালাতে হচ্ছে। তবে এখনও পূজা দেবীর গানের চর্চা চলে। কখনও বাড়িতে, আবার কখনও দোকানে বসেই। চা-এর সঙ্গে বাড়তি পাওনা হিসেবে অনেকে এখন পূজা দেবীর গানও শুনছেন। তবে বর্তমানে পুজা দেবীর গান ভাইরাল হলেও , এখনও তাঁর কাছে সেভাবে কোনও সুযোগ আসেনি।
আরও পড়ুন: মর্মান্তিক! ভাটপাড়া উৎসবের মঞ্চে নাচ করতে উঠেই সব শেষ, ২২ বছরের সজলের মৃত্যু নিয়ে ধোঁয়াশা
পূজা দেবী এখন শুধুমাত্র সুযোগের অপেক্ষায় রয়েছেন। সুযোগ এলে নিজের প্রতিভা প্রকাশ করার জন্য তিনি প্রস্তুত। তবে যদি কোনও সুযোগ না আসে, তাহলে হয়ত সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যাবে এহেন এক পরিশ্রমী মহিলার মন মাতানো প্রতিভা।
বনোয়ারীলাল চৌধুরী