TRENDING:

Swatilekha Sengupta : ‘বেলাশেষের পর ভাবিইনি আর আমি ছবি করতে পারব’, স্বাতীলেখা চলে গিয়েছেন, রয়ে গিয়েছে তাঁর কথা

Last Updated:

Swatilekha Sengupta : ‘বেলাশুরু’-র চিত্রনাট্য তিনি অন্তত একশো বার পড়েছেন৷ জানান স্বাতীলেখা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : ‘বেলাশেষে’-এর পর আমি আর ভাবিইনি ফিল্ম করতে পারব৷ বয়স বেড়েছে, নানারকম শারীরিক জটিলতা বেড়েছে...’ এই বলে নিজের কথা শুরু করেছিলেন স্বাতীলেখা সেনগুপ্ত৷ ‘বেলাশেষে’ এবং ‘বেলাশুরু’-র আরতি৷ বলেছিলেন ছবি মুক্তি পাওয়ার আগে৷ তার পর ছবির কাজ শেষ হয়েছে৷ মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে৷ সমাদৃত হয়েছে দর্শকদের কাছে৷ কিন্তু সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো স্বাতীলেখাও চলে গিয়েছেন না ফেরার দেশে৷
সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো স্বাতীলেখাও চলে গিয়েছেন না ফেরার দেশে
সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো স্বাতীলেখাও চলে গিয়েছেন না ফেরার দেশে
advertisement

২২ মে ছিল প্রয়াত অভিনেত্রীর জন্মদিন৷ সেদিন তাঁর ভিডিও শেয়ার করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়৷ সামাজিক মাধ্যমে তাঁর প্রোফাইলে৷ শারীরিক অসুবিধা সত্ত্বেও কেন রাজি হলেন ‘বেলাশুরু’-তে অভিনয় করতে? রাজি হলেন শিবপ্রসাদ ও নন্দিতার জন্য৷ স্বাতীলেখার কথায়, পাঁচ বছর পর তিনি আবার ছবিতে অভিনয় করার জন্য সম্মত ছিলেন না৷ কিন্তু শিবপ্রসাদ ও নন্দিতা যে আদর দিয়ে বলেছেন, তিনি প্রত্যাখ্যান করতে পারেননি৷

advertisement

স্বাতীলেখার ছবিতে অভিনয়ের সঙ্গে জুড়ে আছেন, জড়িয়ে আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়৷ স্বাতীলেখা বলেছেন, তাঁর কখনও মনে হয়নি বাইরের কোনও বড় ব্যক্তিত্বের সামনে দাঁড়িয়ে আছেন৷ বরং তাঁর মনে হয়েছে অতি নিকটজনের সঙ্গে অভিনয় করছেন তিনি৷ ‘‘আমি ওঁর সঙ্গে কাজ করে খুব আনন্দ পেয়েছি৷’’ স্বতঃস্ফূর্ত অনুভূতি স্বাতীলেখার৷ তিনি অভিভূত শিবপ্রসাদ ও নন্দিতাকে নিয়েও৷ তাঁরা যে আদর দিয়ে, যত্ন করে তাঁকে রেখেছিলেন, তা অভাবনীয়৷

advertisement

আরও পড়ুন : কেমন লাগল ‘বেলাশুরু’, জানালেন সন্দীপ রায়

শিবপ্রসাদকে তিনি নিজের ছেলের মতো মনে করতেন৷ নিজেই বলেছেন তিনি৷ পরিচালক হিসেবে তাঁরা অসামান্য, অনুভূতি স্বাতীলেখার৷ প্রথমে কাজ শুরু করতে গিয়ে তিনি কিছুটা নার্ভাস হয়ে পড়েছিলেন৷ কিন্তু ঠিক করেছিলেন এই দুই পরিচালকের সঙ্গে কাজ করবেনই তিনি৷ এত ভাল পরিচালক পাওয়া মুশকিল, দরাজ সার্টিিফকেট স্বাতীলেখার৷ দু’জনকে আগামীর জন্য একরাশ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তিনি৷

advertisement

আরও পড়ুন : পল্লবী চলে গিয়েছেন বহুদূরে, কেমন আছে তার প্রিয় পোষ্যরা?

‘বেলাশুরু’-র চিত্রনাট্য তিনি অন্তত একশো বার পড়েছেন৷ জানান স্বাতীলেখা৷ তাঁকে আশ্বস্ত করে নন্দিতা বলেছিলেন ‘বেলাশেষে’-এর তুলনায় ‘বেলাশুরু’ তাঁর কাছে মসৃণযাত্রাপথ হবে৷ যদিও তা হয়নি শেষ অবধি৷ বরং বিপরীতটাই হয়েছে৷ কিন্তু স্বাতীলেখা নিজেকে প্রস্তুত করেছেন৷ কল্পনার জাল বুনে তিনি প্রস্তুত হয়েছেন এই চরিত্রটার জন্য৷

advertisement

আরও পড়ুন : ‘এই বেলা শেষ হওয়ার নয়’...সৌমিত্র ও স্বাতীলেখাকে সম্মান জানিয়ে আমুলের শ্রদ্ধা

প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রীর এই ভিডিও শেয়ার করে শিবপ্রসাদ তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন৷ লিখেছেন, ‘‘দ্যাখো কতো মানুষ তোমায় ভালবাসে। সবাই বলছে তোমার কথা। ’’

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

( ছবি  : ফেসবুক)

বাংলা খবর/ খবর/বিনোদন/
Swatilekha Sengupta : ‘বেলাশেষের পর ভাবিইনি আর আমি ছবি করতে পারব’, স্বাতীলেখা চলে গিয়েছেন, রয়ে গিয়েছে তাঁর কথা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল