চলেছেন দুই শিল্পী।
টেলি-অভিনেত্রী চারুকে এই বিষয়ে আগেই প্রশ্ন করা হয়েছিল, কিন্তু তিনি উত্তর দিতে রাজি হননি। কিন্তু শোনা যাচ্ছে, তিনি নাকি তাঁর স্বামীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন, রাজীব তাঁকে এবং মেয়েকে সময় দেন না বলে।
আরও পড়ুন: এনসিবি-র মাদক মামলার খসড়া চার্জশিটে নাম সুশান্ত-প্রেমিকা রিয়া ও তাঁর ভাই শৌভিকের
advertisement
সম্প্রতি নাকি তাঁদের আবার আগের মতো ঝগড়াঝাটি চলছে। যা মেটানোর অবস্থায় নেই আর। দুই শিল্পীর পরিবার এখনই তাঁদের সমস্যায় হস্তক্ষেপ করতে চাইছে না। তাঁদের দু'জনকেই বিবাদ মেটানোর জন্য সময় দিয়েছেন।
আরও পড়ুন: প্যারিসে বেড়াতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার অন্নু কাপুর, ভিডিও দেখে মাথায় হাত ভক্তদের!
প্রসঙ্গত, ২০২০ সালে প্রথম বিবাহ বার্ষিকী পালন করেননি। সে সময়েই জানা গিয়েছিল, বিয়ের আগে থেকেই তাঁদের সম্পর্ক শেষ হয়ে যেত। তাও বিয়ে করার জন্য সাময়িক ভাবে সব মিটমাট করে নেন। মেয়ে জিয়ানাকে নিয়ে রাজস্থানে বাপেরবাড়ি চলে গিয়েছিলেন চারু। অনেক দিনে জন্য। তখনও এক গুঞ্জন রটে৷ কিন্তু তার পর গত দোলে একসঙ্গে ছবি দিয়েছিলেন চারু-রাজীব। তখন আবার মনে করা হয়, সমস্যায় ইতি টেনেছেন তাঁরা। কিন্তু না, আর নাকি দম্পতি হিসেবে থাকা সম্ভব নয় বলেই জানা যাচ্ছে।