Annu Kapoor: প্যারিসে বেড়াতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার অন্নু কাপুর, ভিডিও দেখে মাথায় হাত ভক্তদের!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
সেখানেই তাঁর বিলাসি প্রাডা ব্র্যান্ডের ব্যাগ চুরি হয়েছে। (Annu Kapoor)
#মুম্বই: ইউরোপ ট্যুরে গিয়ে মহাবিপদে পড়েছেন অভিনেতা অন্নু কাপুর। প্যারিসে বেড়াতে গিয়ে দিজন ভিলে ব্যাগ চুরি গিয়েছে তাঁর। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে নিজের ভয়ানক অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন অভিনেতা। তিনি জানিয়েছেন, ট্রেনে ওঠার সময় কয়েকজন ব্যক্তি তাঁকে সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন। সেখানেই তাঁর বিলাসি প্রাডা ব্র্যান্ডের ব্যাগ চুরি হয়েছে। (Annu Kapoor)
অন্নু কাপুরের দাবি, ব্যাগটিতে নগদ টাকা, আইপ্যাড, ডায়েরি এবং ক্রেডিট কার্ড ছিল। একইসঙ্গে তিনি বাকি পর্যটকদেরও বিদেশ বেড়াতে গিয়ে আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। এক মিনিটের লম্বা ভিডিওতে তিনি বলেছেন, 'আমার সব কিছু ফ্রান্সে এসে চুরি হয়ে গেছে। প্রাডার ব্যাগ থেকে শুরু করে, ক্রেডিট কার্ড, ফ্রান্সের টাকা, ইউরো এমনকি আই প্যাড পর্যন্ত ছিল তাতে'।
advertisement
আরও পড়ুন: পঞ্জিকা ২৩ জুন: দেখুন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন
advertisement
advertisement
আরও পড়ুন: যৌনমিলনের পর প্রস্রাব করা কি উচিত? শরীরে কী প্রভাব পড়ে এর জানেন?
যথারীতি মানসিক ভাবে তিনি যথেষ্ট ভেঙে পড়েছেন। তার মধ্যেই সতর্ক বাণী দিলেন অভিনেতা বললেন, 'ফ্রান্সে এলে অবশ্যই সতর্ক এবং সাবধান থেকো। সবকটা চোর, ছ্যাচড় এখানে'। গোটা বিষয়টি ইনস্টাগ্রামে শেয়ার করে তিনি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও ফ্রান্সের পর্যটনকে ট্যাগ করেছেন। পুলিশকেও জানিয়েছেন তিনি। অভিনেতা পুলিশের কাছে অভিযোগ জানানোর কথাও উল্লেখ করেছেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 22, 2022 8:35 PM IST