আসলে অভিনেত্রীর পরিবারের বিয়ের অনুষ্ঠান হয়েছিল রাজস্থানের জয়পুরে। একটি সুন্দর শাড়ি আর মানানসই গয়নায় সকলের নজর কাড়লেন ৪৯ বছর বয়সী সুস্মিতা।
advertisement
বিয়ে বাড়িতে সুস্মিতা সেনের স্টাইলিশ লুক:
বুধবার নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও ভাগ করে নিয়েছিলেন সুস্মিতা সেন। সেখানে দেখা যাচ্ছে, অভিনেত্রীর পরনে রয়েছে একটি সিক্যুইন শাড়ি। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, সিম্পলি #ইয়োর্সট্রুলি। নিজেদের পারিবারিক বিয়ের অনুষ্ঠানের ভিডিওটিতে সুস্মিতাকে মাল্টি-কালার শাড়িতে দেখা গিয়েছে। কনের ওড়না ঠিক করে দেওয়া থেকে শুরু করে তাঁর নজর কাটিয়ে দেওয়া – প্রত্যেকটি রীতিই সুন্দর ভাবে পালন করছেন প্রাক্তন বিশ্বসুন্দরী। আর প্রত্যেক স্টাইলেই অনবদ্য লাগছিল সুস্মিতাকে।
অভিনেত্রী যে শাড়িটি বেছে নিয়েছিলেন, সেটি বেইজ এবং ধূসর ড্যুয়াল শেডের। আবার শাড়ির আঁচলে রয়েছে একটা সুন্দর ওম্ব্রে এফেক্ট। আসলে আঁচলে কমলা-হলুদের মিশেল যেন গোটা শাড়িতেই একটা ঔজ্জ্বল্য এনে দিয়েছে। শিফন ফ্যাব্রিকের ওই শাড়ির জমি জুড়ে রয়েছে ঝলমলে সিক্যুইনের কাজ। আর শাড়ির পাড়ে রয়েছে জরি এবং জারদৌসি এম্ব্রয়ডারির সূক্ষ্ম কাজ। যা তাঁর লুকে একটা আলাদা মাত্রা এনে দিয়েছে।
আর সুস্মিতা এমন ভাবে শাড়িটি পরেছিলেন যে, আঁচলটা যেন মাটিতে লুটিয়ে পড়েছিল। আর এই শাড়ির সঙ্গে কনট্রাস্ট হিসেবে একটি পার্পল ব্লাউজ বেছে নিয়েছিলেন অভিনেত্রী। ব্লাউজের ডিজাইনটিও বেশ নজরকাড়া। ফুল-লেঙ্গথ চুড়িদার স্লিভ, ডিপ ভি-নেকলাইন, ব্যাকলেস ডিজাইন, ফিটেড সিল্যুয়েট এবং ডোরি টাইয়ের সঙ্গে ট্যাসেল এম্বেলিশমেন্ট- সব মিলিয়ে ব্লাউজটি যেন একটা আলাদা মাত্রা যোগ করেছে। আর ব্লাউজের ক্রপড লেঙ্গথ যেন শাড়িটির পরিপূরক হয়ে উঠেছে।
আরও পড়ুন– তেজসের ডেলিভারি দিতে দেরি! উচ্চ-স্তরীয় কমিটি গঠন করল প্রতিরক্ষা মন্ত্রক
গয়না এবং মেক-আপ:
নিজের লুকে গ্ল্যামারের ছটা যোগ করতে অভিনেত্রী বেছে নিয়েছিলেন একটি সুন্দর চোকার নেকলেস। এই নেকলেসটি আবার মাল্টি-কালার্ড স্টোন এবং মুক্তোখচিত ছিল। সেই সঙ্গে অভিনেত্রী ফ্লন্ট করেছেন মানানসই পিয়ার-ড্রপ ইয়াররিংস, স্টেটমেন্ট রিং এবং গোল্ড কুন্দর কাড়া। আর অভিনেত্রীর মেক-আপেও ছিল চমক। স্মোকি ব্রাউন আইশ্যাডো, উইঙ্গড আইলাইনার, মোটা করে আঁকা ভ্রুপল্লব, মাস্কারা, ফ্লাশড চিকস, ব্রোঞ্জার এবং গ্লসি ম্যভ লিপস্টিক – সব মিলিয়ে গ্ল্যামারাস লুকে যেন ঝলমল করছিলেন অভিনেত্রী। আর সেন্টার পার্টিং করে ওয়েভি ব্লো-আউট লুক এনে চুলটা খোলাই ছেড়ে দিয়েছিলেন সুস্মিতা।
প্রসঙ্গত, ১৯৯৪ সালে সুস্মিতা সেনই প্রথম ভারতীয় মহিলা হিসেবে ‘মিস ইউনিভার্স’-এর খেতাব জয় করেছিলেন। এরপর ১৯৯৬ সালে ‘দস্তক’ ছবির হাত ধরে বলিউড ডেবিউ করেছিলেন। এর পাশাপাশি তাঁকে দেখা গিয়েছে ‘বিবি নম্বর ১’, ‘ম্যায় হুঁ না’, ‘সির্ফ তুম’-এর মতো ছবিতে।