ট্রেনের কামরায় টিকিট পরীক্ষা করছিল এক টিকিট পরীক্ষক, GRP হানা দিতেই শুরু হল দৌড়াদৌড়ি ! তারপর যা সামনে এল... স্তম্ভিত যাত্রীরাও

Last Updated:

Patna Latest News : পুলিশ সূত্রে খবর, ধৃত ওই ভুয়ো টিটিই-র নাম সঙ্কল্প স্বামী ওরফে মৃত্যুঞ্জয়। সে ইউনিফর্ম পরে স্লিপার কোচের এস-৫ কামরায় টিকিট পরীক্ষা করছিল। শুধু তা-ই নয়, সে ভুয়ো টিকিট সংগ্রহ করে যাত্রীদের কাছ থেকে জরিমানার দাবিও করে।

সেই ভুয়ো টিটিই-র পরিচয়ও ইতিমধ্যেই জানা গিয়েছে
সেই ভুয়ো টিটিই-র পরিচয়ও ইতিমধ্যেই জানা গিয়েছে
পটনা: পটনা থেকে মুম্বইগামী সুবিধা এক্সপ্রেসে এক চাঞ্চল্যকর কাণ্ড প্রকাশ্যে এল। আসলে পুলিশের জালে পড়েছে এক ভুয়ো টিটিই। আর সেই ভুয়ো TTE-র পরিচয়ও ইতিমধ্যেই জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত ওই ভুয়ো টিটিই-র নাম সঙ্কল্প স্বামী ওরফে মৃত্যুঞ্জয়। সে ইউনিফর্ম পরে স্লিপার কোচের এস-৫ কামরায় টিকিট পরীক্ষা করছিল। শুধু তা-ই নয়, সে ভুয়ো টিকিট সংগ্রহ করে যাত্রীদের কাছ থেকে জরিমানার দাবিও করে। এই সময়ের মধ্যে টিটিই সুনীল কুমার ওই ব্যক্তিকে হাতেনাতে ধরে। গোটা বিষয়টিতে সীলমোহর দেন ডিআরএম দানাপুর। ডিডিইউ ডিআরএম-এর একটি ট্যুইটে বুধবার বলা হয় যে, পটনা-সিএসটিএম সুবিধা এক্সপ্রেসের স্লিপার কোচ নম্বর ৫-এ টিটিই-র পোশাক পরে যাত্রীদের কাছ থেকে রসিদ কাটছিল এক ব্যক্তি। সন্দেহের বশে ট্রেনে থাকা টিটিই প্রশ্ন করতেই বুঝে যান যে, ওই ব্যক্তি সত্যিকারের টিটিই নয়।
টিটিই সুনীল কুমার বলেন যে, অভিযুক্ত ভুয়ো টিটিই-কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে নিজের নাম জানিয়েছে সঙ্কল্প স্বামী ওরফে মৃত্যুঞ্জয়। ওই এক নামে একটি আইডি কার্ডও দেখিয়েছিল সে। সন্দেহের নিরসন না হওয়ায় তাঁকে দীনদয়াল উপাধ্যায় স্টেশনে নামিয়ে দেওয়া হয়। এরপর আরপিএফ-এর সামনে তাঁদের জেরা করা হতে থাকে।
advertisement
advertisement
সামনে আরপিএফ-কে দেখতে ভেঙে পড়ে ভুয়ো টিটিই। সেই সময় সে সত্যিটা তুলে ধরে। জেরার মুখে সে স্বীকার করে নিয়েছে যে, সে বিহারের খাগাড়িয়ার বাসিন্দা। সে আসলে এমবিএ গ্র্যাজুয়েট। অভিযুক্ত মৃত্যুঞ্জয় আরপিএফ-এর কাছে বলে যে, আমি সমস্ত প্রস্তুতি নিয়ে পটনা জংশনে গিয়েছিলাম। ট্রেনে এটাই আমার প্রথম দিন ছিল।
advertisement
এটাও সন্দেহ করা হচ্ছে যে, অভিযুক্ত টিটিই কুম্ভ চলাকালীন যাত্রীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেছিল। ভুয়ো টিটিই-র কাছ থেকে একটি আইডি কার্ড, পোশাক, রসিদ এবং অন্যান্য নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছিল। আর উদ্ধার হওয়া ওই আইডি কার্ডে নামের জায়গায় লেখা ছিল সঙ্কল্প স্বামী। চাকরির লোকেশন হিসেবে লেখা রয়েছে দানাপুর ডিভিশন। এরপরেই আরপিএফ নিজেদের হেফাজতে নিয়েছে অভিযুক্ত ওই টিটিই-কে।
advertisement
আরপিএফ-এর বক্তব্য, মহাকুম্ভ পর্ব চলার সময় একাধিক ট্রেনে টিকিট পরীক্ষা করার নামে যাত্রীদের কাছ থেকে জরিমানা স্বরূপ প্রচুর পরিমাণ টাকা হাতিয়েছিল মৃত্যুঞ্জয়। এদিকে এর পাশাপাশি এটা নিয়ে তদন্ত শুরু করবেন তদন্তকারীরা।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ট্রেনের কামরায় টিকিট পরীক্ষা করছিল এক টিকিট পরীক্ষক, GRP হানা দিতেই শুরু হল দৌড়াদৌড়ি ! তারপর যা সামনে এল... স্তম্ভিত যাত্রীরাও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement